ছবি যুক্ত করতে সমস্যায় পড়েছেন? সহজ নিয়ম ফলো করুন

ছবি যুক্ত করতে সমস্যায় পড়েছেন। সহজ নিয়ম ফলো করুন।

আপনি যেখানে পোস্ট লিখছে ন তার  উপরে ‘নতুন মিডিয়া যুক্তকরণ’ অপশনটি হচ্ছে পোস্টের মধ্যে ছবি যোগ করার জন্য। এটি ফিচার (লেখার শুরুতে) ছবি যোগ করার জন্য নয়। লেখার শুরুতে ছবি যোগ করতে হলে আপনি যেখানে পোস্ট লিখছেন তার ডানদিকে আছে ‘বিভাগসমূহ’ অর্থাৎ ক্যাটাগরি যেমন : গল্প/কবিতা এসব। ঠিক তার নিচেই পাবেন ‘ট্যাগসমূহ’ এখানে আপনার নামটা বসিয়ে দিন। তাহলে আপনার নামে আপনার সব লেখা যোগ হয়ে যাবে। ঠিক তার নিচে পাবেন ‘ফিচার ছবি স্থাপন করুন’ এখানে ক্লিক করেই আপনি লেখার  উপরে ছবি যোগ করতে পারবেন।

শিরোনাম > পোস্ট লিখুন > বিভাগ অর্থাৎ ক্যাটাগরি> ট্যাগ> ফিচার ছবি যোগ করুন। 

ট্যাগ না করলেও চলবে।

তবে ‘নতুন মিডিয়া যুক্তকরণ’ হচ্ছে লেখার মধ্যে ছবি যোগ করার  জন্য।

কবি প্রশাসক

সকল পোস্ট : প্রশাসক

মন্তব্য করুন