যারা জলছবি বাতায়নে যোগ দিয়েছেন : স্বাগত [প্রতিদিন আপডেট করা হচ্ছে]

আবারও শুরু হলো জলছবি বাতায়ন। লেখালিখির মাধ্যম হিসেবে ফেসবুক নয়, ব্লগকে উপযুক্ত মাধ্যম মনে করে আবারও জলছবিকে সক্রিয় করতে হয়েছে। মাঝখানে ভুল চিন্তাধারার কারণে এই সাইটটি বন্ধ করেছিলাম, সে জন্য সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আবারও জলছবিতে পুরোনো লেখক ও নতুন লেখক বন্ধুদের  পেয়ে বেশ ভালো লাগছে। আশা করছি আবারও একসঙ্গে চলতে পারব।  এই চলার মধ্যে কোথাও কোনো ভুল হলে এবং অনিচ্ছাকৃত অপরাগতাকে ক্ষমা করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি।

আমরা এখানে লেখা প্রকাশ করার সঙ্গে সঙ্গে অন্যকে উৎসাহিত করতে মন্তব্য-প্রতিমন্তব্য করব। তবে কোনোভাবে কষ্টদায়ক কোনো কথা বলব না আমরা;  সৌহার্দ ও সম্প্রীতির বন্ধনে আবদ্ধ থাকব আমরা- এই হোক আমাদের অঙ্গীকার।

এ পর্যন্ত যারা যারা জলছবি বাতায়নে যোগ দিয়েছেন তারা হলেন :

১. আকাশ আনোয়ার

২. আলমগীর সরকার লিটন

৩. আমিনুল ইসলাম রুদ্র

৪. আঞ্জুমান আরা খান

৫. আরিফ নজরুল

৬. আযাহা সুলতান

৭. দীপঙ্কর বেরা

৮. মোহাম্মদ আয়নাল হক

৯. নীলকণ্ঠ জয়

১০. জয় শর্মা

১১. এল আর বিশ্বাস

১২. এম এ কাশেম

১৩. মোক্তাদির রশিদ

১৪. কবির হোসেন

১৫. মনির হোসেন মোমি

১৬. মনোয়ারা বেগম

১৭. নাসির আহমেদ কাবুল

১৮. নাসরিন সুলতানা

১৯. সঞ্জয় মুখার্জ্জী

২০. এস ইমলাম রাজীব

২১. খোন্দকার শাহিদুল হক

২২. সোনালী দেবনাথ

২৩. স্বপ্নিল রায়

২৪. সুদীপ দাস

২৫. এই মেঘ এই রোদ্দুর

২৬. মজিবার রহমান

২৭. মান্নান মোবারক

২৮. এম এ কাশেম

২৯. আবু তসলিম

৩০. মিঠুন মিঠু

৩১. সুপ্রিয়া বিশ্বাস

৩২. সুব্রত দে

নতুন কোনো বন্ধু রেজিস্ট্রেশন করে থাকলে তার নামটি মন্তব্য বক্সে দেয়ার জন্য অনুরোধ করছি।

এ ছাড়াও রেজিস্টেশন করেছেন কিন্ত পাসওয়ার্ড সমস্যা বা কোনো কারণে লেখা প্রকাশ করতে পারছেন না- জানাতে অনুরোধ করছি।

নাসির আহমেদ কাবুল

এডমিন

ফোন : ০১৮১৭১২৭৮০৭

কবি প্রশাসক

সকল পোস্ট : প্রশাসক

৮ thoughts on “যারা জলছবি বাতায়নে যোগ দিয়েছেন : স্বাগত [প্রতিদিন আপডেট করা হচ্ছে]

মন্তব্য করুন