সোনালী ব্যাংক, শার্শা শাখার ব্যাংকারদের ধন্যবাদ

‘মানুষ তার ইচ্ছের সমান বড়।’ আমরা মানি সে কথা। বিশ্বাস করি অন্তর দিয়ে। তাই তো শত প্রতিকূলতার মধ্যেও ফেসবুকের আগ্রাসী যুগে একটি ব্লগ চালিয়ে যাচ্ছি আমরা; নিজস্ব অর্থে নতুন লেখকদের নিয়ে ম্যাগাজিন প্রকাশ করছি! এটা আমাদের কমিটমেন্ট— ঝড়-ঝঞ্ঝাকে জয় করে আমরা লক্ষ্যে এগিয়ে যাবো। আমাদের সাথে রয়েছে উদ্দীপ্তপ্রাণ নীলকণ্ঠ জয়-নির্বাহী সম্পাদক, আঞ্জুমান আরা  খান-সাহিত্য সম্পাদক, অলোক আচার্য-ফিচার এডিটর। রয়েছে মনোয়ারা বেগম-জলছবি ফেসবুক গ্রুপের এডমিন।

আমাদের প্রচেষ্টার ফসল  সোনালী ব্যাংক, শার্শা শাখার ব্যাংকারদের হাতে! ভাবা যায় এমন দৃশ্য যে, শত ব্যস্ততার মধ্যেও তারা এমন একটি ছবি উপহার দিবেন। এসবই সম্ভব হয়েছে নীলকণ্ঠ জয়ের কারণে।

একজন ব্যাংক  কর্মকর্তা তার ক্লাইন্টদের সাথে কথা বলেই হয়রান। অথচ সোনালী ব্যাংক লিমিটেড, শার্শা শাখা, যশোর-এর ম্যানেজার-রাজীব চক্রবর্তী (এসপিও) নিজে অগ্রণী হয়ে ফোনে আমার সাথে কথা বলেছেন। শুভেচ্ছা বিনিময় করে জলছবি বাতায়ন ও আজ আগামীর লেখক-পাঠকদের অভিনন্দন জানিয়েছেন।

আমরা জলছবি ও আজ আগামী পরিবার ওই ব্যাংকের সবাইকে অভিনন্দন এবং সকার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।

 

নাসির আহমেদ কাবুল/কবি ও গীতিকার।

কবি প্রশাসক

সকল পোস্ট : প্রশাসক

২ thoughts on “সোনালী ব্যাংক, শার্শা শাখার ব্যাংকারদের ধন্যবাদ

  1. যদি লক্ষ্য থাকে অটুট এগিয়ে যাবে নিশ্চিত। অগ্রনী ভুমিকা রাখার জন্য জয়কে হৃদয়ের অন্তস্থল থেকে উষ্ণ ভালোবাসা দিলাম।

মন্তব্য করুন