পেয়েছি অনেক-অনুরাগ অপ্রকাশিত

কিছুই কি দিইনি, কিছুই না?
ছেলেবেলায় দীর্ঘ প্রতীক্ষা দিয়েছিলাম–
পুকুরের জলে ইচ্ছের নাও ভাসিয়ে
ভালোবাসার রক্তকরবী
পাঠিয়েছিলাম–
কাঁপা-কাঁপা হাতে সুলেখা কালিতে চিঠি, এবং
এক আকাশ প্রজাপতির রঙ পাঠিয়েছিলাম।

আমার লজ্জা দিয়েছিলাম
না-বলার কথার মহাকাব্য দিয়েছিলাম
স্বপ্নরাত দিয়েছিলাম;
দিয়েছিলাম তৃষ্ণার্ত চোখের ক্রান্তি,
দিয়েছিলাম রাশি রাশি ভ্রান্তি;
দিন শেষে, রাত শেষে পড়ার ফাঁকে
ইচ্ছেগুলো ভাসিয়ে দিয়েছিলাম
রবীন্দ্রনাথের গানে, কবিতায়–
এবং প্রথম জীবনের
প্রেমপদ্যে।

আমি কিন্তু পেয়েছিলাম অনেক–
চকিত চঞ্চল চোখ,
আরক্তিম গোলাপী ঠোঁট,
হরিণ-হরিণ ছুটে চলা,
বিরহী-ওড়নায় ব্যাকুল বাতাস
উচ্ছ্বল হাসি অথবা সবাক বিস্ময়
কিছু অবহেলা, আর কিছু অনুরাগ–
অপ্রকাশিত।

১৭ সেপ্টেম্বর, ২০২১

কবি নাসির আহমেদ কাবুল

জন্ম : পিরোজপুর জেলার মঠবাড়িয়ার ব্যাংকপাড়ায়, ৬ জানুয়ারি, ১৯৬০ প্রকাশক ও সম্পাদক, জলছবি প্রকাশন প্রতিষ্ঠাতা ও প্রধান সম্পাদক : www.ajagami24.com তালিকাভুক্ত গীতিকার, বাংলাদেশ বেতার প্রকাশিত গ্রন্ত একুশটি। ফেসবুক আইডি-facebook.com/NasirAhmedKabul ফোন : ০১৮১৭১২৭৮০৭, ০১৯১৫৬৮৪৪৩৪ ইমেইল : jalchhabi2015@gmail.com
সকল পোস্ট : নাসির আহমেদ কাবুল

৪ thoughts on “পেয়েছি অনেক-অনুরাগ অপ্রকাশিত

  1. রোমান্টিক কবিতা হলেও কবিতার ভাঁজ থেকে ঝরে পড়েছে না বলা অভিমান! সব মিলে কবিতাটি সমৃদ্ধি পেয়েছে আরো বেশি। অনেক ভালো লেগেছে আমার।

মন্তব্য করুন