যুগ যুগ‌ জি‌য়ো‌ বির‌হের‌ দিন‌লি‌পি ।। না‌সির আহ‌মেদ কাবুল

খুব সকা‌লে কখনো য‌দি ঘুম ভা‌ঙে তোমার
দ‌ক্ষি‌ণের জানালায় দা‌ঁড়ি‌য়ে দে‌খো
এক‌টি দো‌য়েল রোজ সকা‌লে
শিষ দিয়ে যায় আ‌ঙিনায় পলা‌শের শাখায়;
একঝলক বাতাস এ‌সে এ‌লোচু‌লে খেলা ক‌রে
শা‌ড়ির আঁচল বু‌কের জ‌মিন থে‌কে
কে‌ড়ে নেয় তোমার;
এক‌টি প্রজাপ‌তি, এক‌টি ঘাসফ‌ড়িং
নাগ‌কেশ‌রের অন্তর ছু‌ঁয়ে ছু‌ঁয়ে যায়;
এক পা-ভাঙা এক‌টি শা‌লিক সাথীহারা-
রুদ্ধ ক‌ণ্ঠে কা‌রে যেন ডেকে ডে‌কে
পাখা ঝাপটায়।
প্রকৃ‌তি এমন এ‌করোখা, তবুও প্রত‌্যুষ শে‌ষে
ভো‌রের আ‌লো ফুটে ও‌ঠে
কাকডাকা ভোর যখন ফে‌রিওয়ালার হাঁকাহা‌ঁকি‌তে
জীবন-জীবন খেলায় মে‌তে ও‌ঠে,
তখন চা‌য়ের কা‌পের ধোঁয়া ওঠা অ‌ভিসা‌রে
আ‌মি তোমা‌কে জ‌ড়ি‌য়ে ধ‌রি –
আর তু‌মি ব‌লে ও‌ঠো ‘খুব পা‌জি তু‌মি!’
তারপর বিষণ্ন ম‌নে অস্ফুট ক‌ণ্ঠে ব‌লো-
‘আমি খুব অবিচার ক‌রে‌ছি
তোমার সা‌থে!’ তখন
প্রত‌্যাখ‌্যাত হৃদয় আমার কানায় কানায় পূর্ণ হয়।
আ‌মিও তখন দূর অজানায় থে‌কে ব‌লি-
ফি‌রি‌য়ে না দি‌লে সে‌দিন তোমার জীবনটা
এক সময় বি‌ষি‌য়ে উঠত হয়ত।
সা‌ন্নি‌ধ্যে প্রেম ম‌রে যায়; বির‌হে প্রেম সত‌্য;
যুগ যুগ জি‌য়ো বির‌হের দিন‌লি‌পি!
২৮ জুলাই/২০২১

কবি নাসির আহমেদ কাবুল

জন্ম : পিরোজপুর জেলার মঠবাড়িয়ার ব্যাংকপাড়ায়, ৬ জানুয়ারি, ১৯৬০ প্রকাশক ও সম্পাদক, জলছবি প্রকাশন প্রতিষ্ঠাতা ও প্রধান সম্পাদক : www.ajagami24.com তালিকাভুক্ত গীতিকার, বাংলাদেশ বেতার প্রকাশিত গ্রন্ত একুশটি। ফেসবুক আইডি-facebook.com/NasirAhmedKabul ফোন : ০১৮১৭১২৭৮০৭, ০১৯১৫৬৮৪৪৩৪ ইমেইল : jalchhabi2015@gmail.com
সকল পোস্ট : নাসির আহমেদ কাবুল

৯ thoughts on “যুগ যুগ‌ জি‌য়ো‌ বির‌হের‌ দিন‌লি‌পি ।। না‌সির আহ‌মেদ কাবুল

  1. সা‌ন্নি‌ধ্যে প্রেম ম‌রে যায়; বির‌হে প্রেম সত‌্য;
    যুগ যুগ জি‌য়ো বির‌হের দিন‌লি‌পি! খুব ভাল লাগলো । প্রেম ভালো বাসায় মুগ্ধ হলাম।

  2. কবিতা যে অসামান্য তা বলার প্রয়োজন নেই বোধকরি।দুটো বানানের জন্য আমার চশমা পরতে হয়েছে দাদা! বিষণ্ণ, আঁচল☺️☺️। শুভকামনা সবসময়…

  3. শ্রাবণ বারিধারার ছন্দময় বর্ষণমুখর সন্ধ্যার সাথে আপনার কবিতার রোমান্টিকতা আমাকে চমৎকার ভাবে মুগ্ধ করেছে কবি।
    অভিনন্দন ও শুভ কামনা।

মন্তব্য করুন