ফেরারী ভাবনা/সুপ্রিয়া বিশ্বাস

কদম ফোঁটা বর্ষা এলো দুয়ারে আমার
ভাবনাগুলো ফেরারী হয়ে দুর আকাশে উড়ে উড়ে ঘুরে বেড়ায়।

ভাবনার সাগরে পাল তোলে অতীত বেলা।
বৃষ্টির ছাঁট এসে আণমনে ছুঁয়ে যায় আমার মুখ
যেন হিমেল পরশ তোমার!!

আমার কষ্টগুলো নীল আকাশে মেঘ হয়ে জমা হয়
প্রচ্ছন্ন বিকেলে সমুদ্রের বুকে কষ্টগুলো বৃষ্টি হয়ে ঝরে পড়ে বাদল বরষায়।

তোমার মুখ যেন সঞ্জীবনী আয়না
আমি সব দুখ ভুলে যায় তোমার সে মুখের জ্যোছনায়!!

আমার খুব ইচ্ছে হয়
বার বার ফিরে আসুক এমন বাদল বরষার লুকোচুরি খেলা।

বেলী ফুলের সুবাসে সুভাসিত হই আমি আর তুমি!
মনে পড়ে কি?
দলবেঁধে গায়ের মেঠোপথ বেয়ে বিলের জলে শাপলা বা পদ্ম তোলার সেই রক্তিম বিকেল বেলা!!!

১৭/৭/২০২১

কবি প্রশাসক

সকল পোস্ট : প্রশাসক

৪ thoughts on “ফেরারী ভাবনা/সুপ্রিয়া বিশ্বাস

মন্তব্য করুন