গীতিকবিতা-১

গীতিকার : নাসির আহমেদ কাবুল
সুরকার : অশোক পাল
শিল্পী : নীলুফার আখতার

যখনই ভাবি সবকিছু ছেড়ে
চলে যেতে হবে একদিন অজানায়
খুব কষ্ট হয়, খুউব কষ্ট হয় ॥

ভুলে যাবে প্রিয়জন প্রিয় মুখ যতো
রইবে পড়ে সুখ-স্মৃতি কত শত
কেউ কখনো নাম ধরে ডাকবে না
ভাবতে কষ্ট হয়, খুউব কষ্ট হয় ॥

সমাধি পাথরও ক্ষয়ে যাবে একদিন
ফুড়াবে লেনদেন জীবনের  ঋণ
কেউ বলবে না ভালোবাসি তোমায়
ভাবতে কষ্ট হয়, খুউব কষ্ট হয় ॥

২৬ জুলাই/১১

কবি নাসির আহমেদ কাবুল

জন্ম : পিরোজপুর জেলার মঠবাড়িয়ার ব্যাংকপাড়ায়, ৬ জানুয়ারি, ১৯৬০ প্রকাশক ও সম্পাদক, জলছবি প্রকাশন প্রতিষ্ঠাতা ও প্রধান সম্পাদক : www.ajagami24.com তালিকাভুক্ত গীতিকার, বাংলাদেশ বেতার প্রকাশিত গ্রন্ত একুশটি। ফেসবুক আইডি-facebook.com/NasirAhmedKabul ফোন : ০১৮১৭১২৭৮০৭, ০১৯১৫৬৮৪৪৩৪ ইমেইল : jalchhabi2015@gmail.com
সকল পোস্ট : নাসির আহমেদ কাবুল

৬ thoughts on “গীতিকবিতা-১

  1. সমাধি পাথরও ক্ষয়ে যাবে একদিন
    ফুড়াবে লেনদেন জীবনের ঋণ
    কেউ বলবে না ভালোবাসি তোমায়
    ভাবতে কষ্ট হয়, খুউব কষ্ট হয় ॥
    এই কঠিন বাস্তবতা টুকুই চিরন্তন!
    কবিতায় পেলাম এক অন্যরকম আস্বাদন! শুভকামনা থাকল প্রিয়কবি।

মন্তব্য করুন