২০২৪ বইমেলায় প্রকাশের জন্য পাণ্ডুলিপি আহ্বান করছে জলছবি প্রকাশন

২০২৪ বইমেলা প্রকাশের জন্য পাণ্ডুলিপি আহ্বান করছে জলছবি প্রকাশন। গল্প, কবিতা, উপন্যাস, ছোটগল্প, ভ্রমণকাহিনীসহ শিশুতোষ বই প্রকাশের জন্য নবীন ও প্রতিষ্ঠিত লেখকদের পাণ্ডুলিপি পাঠাতে অনুরোধ করা হচ্ছে। পাণ্ডুলিপি পাঠাতে হবে : jalchhabi2015@gmail.com ইমেইলে।

নতুন লেখকরা তাদের পাণ্ডুলিপি নিজস্ব খরচে প্রকাশ করতে পারবেন। তবে পাণ্ডুলিপি মানসম্মত হতে হবে এবং প্রকাশিত বই নিজের দায়িত্বে সংরক্ষণ হবে। বইমেলায় পর পর দুই বছর বই জলছবি প্রকাশনের স্টলে প্রদর্শনের ব্যবস্থা থাকবে।

প্রতি বছরের মতো আগামী বইমেলায়ও জলছবির স্টল বরাদ্দ থাকবে। বইমেলা ছাড়াও রকমারি ও জলছবির নিজস্ব ওয়েব সাইটের www.jalchhabi.org মাধ্যমে সারাদেশের পাঠক ঘরে বসে জলছবি প্রকাশিত বই সংগ্রহ করতে পারছেন।

যে কোনো তথ্য জানতে ফোন করা যাবে ০১৮১৭১২৭৮০৭ নম্বরে।

কবি প্রশাসক

সকল পোস্ট : প্রশাসক

মন্তব্য করুন