জলছবি প্রকাশন থেকে বই প্রকাশের নিয়মাবলী

বইমেলা ছাড়াও সারা বছর বই প্রকাশ করে থাকে জলছবি প্রকাশন। তবে বইমেলার আয়োজন ভিন্ন ও অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ বইমেলাকে সামনে রেখে প্রচুর বই প্রকাশিত হয়ে থাকে। বিশেষ করে  লেখালেখিতে যারা নতুন, তারা সাধারণত বইমেলা কেন্দ্রীক বই প্রকাশ করে থাকেন।

জলছবি প্রকাশন থেকে বই প্রকাশ করতে হলে নতুন লেখকদের কিছু শর্ত পূরণ করতে হয়। এগুলো হচ্ছে :

১. পাণ্ডুলিপি মানসম্মত হতে হবে।

২. স্বাধীনতা-মুক্তিযুদ্ধ বা ধর্মীয় উস্কানিমূলক কোনো বই প্রকাশ করা হয় না।

৩. বই প্রকাশের সমুদয় খরচ লেখককে বহন করতে হবে। পাণ্ডুলিপি  উপযোগী হলে জলছবি প্রকাশনের ব্যাংক অ্যাকাউন্টে পুরো টাকা পাঠাতে হবে।

৪. কভার ও বইয়ের মেকআপ গেটআট নির্বাচন জলছবি নির্ধারণ করে থাকে।

৫. লেখকের টাকায় প্রকাশিত বই সংরক্ষণের দায়িত্ব জলছবি প্রকাশন বহন করে না। তবে পর পর দুই বছর বইমেলায় জলছবির স্টলে বই প্রদর্শন করা হয়ে থাকে।

কী কী ধরনের পাণ্ডুলিপি প্রকাশ করে জলছবি প্রকাশন?

জলছবি প্রকাশন থেকে সব ধরনের বই প্রকাশ করা হয়ে থাকে। যেমন : গল্প, কবিতা, উপন্যাস, ভ্রমণকাহিনী,  প্রবন্ধ, সায়েন্সফিকশনসহ শিশুতোষ সব ধরনের পাণ্ডুলিপি প্রকাশ করে জলছবি প্রকাশন।

কী কী সুবিধা পাচ্ছেন একজন নতুন লেখক

জলছবি প্রকাশন থেকে প্রকাশিত পাণ্ডুলিপির এডিটিং খরচ (ফরমা প্রতি এক হাজার টাকা) নতুন লেখকের দিতে হয় না।

আইএসবিএন, সরকারি আর্কাইভসে বই জমার দায়িত্ব জলছবি প্রকাশন নিয়ে থাকে।

বইমেলায় জলছবি প্রকাশনের স্টলে বিক্রিত বইয়ের ৫০% লেখক প্রাপ্য হবেন।

জলছবি প্রকাশিত বই রকমারি ছাড়াও অন্যান্য অনলাইন মিডিয়ায় বিক্রির ব্যবস্থা রয়েছে।

জলছবির নিজস্ব ইকমার্স সাইট www.jalchhabi.org তে প্রকাশিত প্রতিটি বই প্রদাশিত হয়ে থাকে। সেখান থেকে পাঠকরা ইচ্ছা অনুযায়ী অনলাইনে বই কিনতে পারবেন।

 

বিস্তারিত জানতে যোগাযোগ :

নাসির আহমেদ কাবুল। প্রকাশক, জলছবি প্রকাশন

ফোন : ০১৮১৭১২৭৮০৭

 

কবি প্রশাসক

সকল পোস্ট : প্রশাসক

মন্তব্য করুন