সরলা সলিলে

মুক্তিযুদ্ধের পটভূমিতে লেখা নিটোল প্রেমের উপন্যাস ‘সরলা সলিলে’। মুক্তিযুদ্ধ এই উপন্যাসের মূল উপজীব্য না হলেও উপন্যাসটির মূল চরিত্র সরলার জীবনাবসান ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের কারণেই সংঘটিত হয়েছে। সংগত কারণেই লেখক অত্যন্ত সচেতনার সাথে মুক্তিযুদ্ধের যৌক্তিক প্রসঙ্গ অত্যন্ত দক্ষতার সঙ্গে তুলে ধরেছেন। ফলে উপন্যাসটির শেষ লাইনটি না পড়া অব্দি পাঠক কিছুটা দ্বিধাদ্ব›েদ্ব পড়বেন। আর দ্বিধাদ্ব›দ্ব দূর করতে গিয়ে পাঠক সে সময়ে বাঙালিদের ওপর পাকহানাদার বাহিনী যে বর্বর নির্যাতন করেছে তার ঈষদাভাস পাবেন। কখনো কখনো মনে হতে পারে প্রেম নয়, মুক্তিযুদ্ধই বইটির মূল বিষয়। আবার পাঠক যখন গ্রামের সহজ-সরল দুটি প্রাণের আকুতিনির্ভর ঘটনার সঙ্গে মিশে যাবেন, তখন তাদের কাছে এই বইটি প্রেমের উপন্যাস হিসেবেই বিবেচিত হবে। লেখক অত্যন্ত সচেতনভাবে এই কাজটি করেছেন বলে আমার মনে হয়েছে। তবে যাইহোক, ঘটনাপ্রবাহের ধারাবাহিকতা রয়েছে উপন্যাসটিতে। সেক্ষেত্রে লেখক অত্যন্ত মুন্সিয়ানার পরিচয় দিয়েছেন বলা চলে। সাবলীল বর্ণনা বইটিকে সহজপাঠ্য করেছে। ঘটনার ঘনঘটা না থাকায় বইটি সহজবোধ্য হবে পাঠকের কাছে। আর এ জন্যই বইটি পাঠকপ্রিয়তা পাবে আশা করা যায়।

নাসির আহেমদ কাবুল
কবি ও গীতিকার
বাংলাদেশ বেতার

কবি প্রশাসক

সকল পোস্ট : প্রশাসক