হে রব! আমি ক্ষমাপ্রার্থী

মানুষের মনের কথা শৈল্পিক প্রকাশই হচ্ছে সাহিত্য। গল্প, কবিতা, উপন্যাসে লেখকের ব্যক্তিজীবনের অভিজ্ঞতা ও তার আশা-আকাক্সক্ষ প্রতিফলন ঘটে। যে যত সুন্দরভাবে প্রকাশ করতে পারবেন, সে তত বড় লেখক বা কবি। বাহিরের চাকচিক্যের পরেও সাহিত্যের ভিতরের একটি বিষয় থাকে, তা হচ্ছে বিষয় নির্বাচন। লেখক নিজে নিজেই ঠিক করে নেন কোন বিষয়টি নিয়ে তিনি লিখবেন। আজকাল অনেকেই চিরায়ত প্রেমকে কবিতা বা গল্পের উপকরণ হিসেবে বেছে নেন। ঈশ্বর প্রেও সাহিত্যের একটি স্বীকৃত বিষয়। তবে কম সংখ্যক লেখক স্রষ্টা, সৃষ্টি রহস্য এবং মানুষের ইতজাগতিক জীবন শেষে পরলোকের ভাবনা ভাবেন। এই বইটির লেখক রবিউল আলম সৃষ্টিকর্তার গুণগান, পারলৌলিক জীবন ও মানবতাকে তার লেখায় প্রধান উপজীব্য করেছেন। সাহিত্য বিচারের এর মূল্য যতটুকুই হোক না কেন, লেখকের ¯্রষ্টার প্রতি অপরিসীম ভালোবাসা বইটিকে অন্যন্য করেছে।

নাসির আহমেদ কাবুল
কবি ও গীতিকার
বাংলাদেশ বেতার

Category:

কবি প্রশাসক

সকল পোস্ট : প্রশাসক