ধূসর অভিমান

সুপ্রিয়া বিশ্বাসের প্রকাশিত দ্বিতীয় কাব্যগ্রন্থ ‘ধূসর অভিমান’ প্রকাশিত হলো এ বছরের বইমেলায়। এই গ্রন্থের কবিতাগুলো নির্বাচনে কবি অত্যন্ত যতœবান। জীবনবোধের কবিতা এই গ্রন্থের প্রায় প্রতিটি কবিতা। কবি তার সুন্দরকে দেখেন মানসদৃষ্টি দিয়ে। তিনি একটি কবিতায় বলেছেন :
‘তোমার মনের স্বচ্ছ আয়নায় একপলকে তোমাকে পড়ে ফেলতে চাই আমি
আমার মতো করে বিশ্বাসের আঙিনায়।
চেনারূপে তোমাকে ছুঁতে চাই আমিÑ
সবটুকু অনুভবে মিলেমিশে একাকার হয়ে
উষ্ণতা দিয়ে ভালোবেসে আর পরম মমতায়।’
অন্য একটি কবিতায় নিমগ্ন কবি স্মৃতি রোমন্থনে পাড়ি দিয়েছেন অসীম জগতে। তিনি বলেছেন :
“কেয়া-কদমের তলে একাকী দাঁড়িয়ে
ভিজি বর্ষার জলে,
তোমার হাতটি ধরে বর্ষার জলে
একদিন মেতেছি আনন্দোচ্ছ¡লে।”
মোট কথা, সুপ্রিয়া বিশ্বাসের কবিতায় প্রেম-ভালোবাসা, বিরহ-বেদনা, আক্ষেপ উচ্চকিত। কবিতায় দক্ষ শিল্পীর মতো অতীত, বর্তমান ও ভবিষ্যতকে প্রাঞ্জল ভাষায় মূর্ত করেছেন কবি সুপ্রিয়া বিশ্বাস। আমি এই গ্রন্থটি পড়ে কবিতাঙ্গনে তার ঋদ্ধ পদধ্বনি শুনতে পাই যেন!

নাসির আহমেদ কাবুল
গীতিকার
বাংলাদেশ বেতার

Category:

কবি প্রশাসক

সকল পোস্ট : প্রশাসক