এসো হাত ধরি কাঁধে মাথা রাখি
বাকিটা পথ হাঁটি একসঙ্গে
বিবর্ণ শহরটাকে আমরা রাঙিয়ে দিই
ধ্রæপদী ভালোবাসার রঙে।
বৃষ্টির জলে ধুয়ে যাক বিষাদের মেঘ,
আমাদের পথ হোক আপসের
উদারতা আর উৎসর্গের।


যদি তুমি চলে যাওÑএকা করে ফেলে যাও
দিয়ে যেয়ো শ্রাবণের মেঘ
নয়নের বারিধারা লুকাব শাওন জলে
সামলাবো অসীম আবেগ।


তুমিই আমার জীবনের শ্রেষ্ঠ কবিতা।
যাকে আবৃত্তি করতে গিয়ে আমি পৃথিবীর শ্রেষ্ঠ সুখ
অনুভব করেছি।

শাহীন সুলতানার এই গ্রন্থটির ব্যাপারে কিছু বলার অবকাশ নেই। বইটি পড়ার আগে পাঠকের কাছে এই তিনটি উদ্ধৃতি পড়েই পাঠক পুরো বইটি সম্পর্কে সঠিক ধারণা পাবেন বলে বিশ্বাস করি।

প্রকাশক

 

Category:

কবি প্রশাসক

সকল পোস্ট : প্রশাসক