জাগো নারী বহ্নিশিখা

নারীর স্বাধীনতা ছাড়া নারীমুক্তি সম্ভব নয়। শত-শত বছর ধরে নারীকে চার দেয়ালের মধ্যে বন্দী করে রাখা হয়েছে। সকাল-সন্ধ্যা খেটেও তারা তাদের শ্রমের মজুরি থেকে বঞ্চিত। নারী টাকা আয় করে, সে টাকায় নারীর অধিকার থাকে না। নারী স্বপ্ন নিয়ে সংসার সাজায়, সে সংসার নারীর নয়! সেখান তার কোনো অধিকার থাকে না। স্বামীর সঙ্গে একটু বাকবিতÐা হলেই নিজের গোছানো সংসার ছেড়ে তাকে চলে যেতে হয়। যে বাবার সংসারে সে বড়ো হয়েছে, সেখানেও তার ঠাঁই মেলে না। তাহলে নারী যাবে কোথায়? প্রেক্ষাপট আমাদের দেশে একরকম উন্নত বিশ্বে অন্যরকম। আমাদের নারীরা এখনো অধিকার বঞ্চিত, উন্নত দেশের নারীরা তাদের অধিকার আদায় করে নিয়েছে। কেউ কাউকে তার অধিকার এমনি-এমনি দেয় না, অধিকার জোর করে আদায় করে নিতে হয়। এই ‘জোর করার’ নামই ‘সংগ্রাম’। হাজার বছরের শৃংখল ভাঙতে নারীকে সচেতন হতে হবে, আন্দোলন-সংগ্রাম করতে হবে। সংগ্রাম করতে নারীকে তার অধিকার সম্পর্কে সচেতন ও জানতে হবে। উন্নত বিশ্বে নারী নেত্রীরা কীভাবে কোন প্রেক্ষাপটে আন্দোলন করেছে, কীভাবে তাদের অধিকার আদায় করেছে, সর্বোপরি নারীর অধিকার-কী এসব ব্যাপারে জাতিসংঘের কী কী আইন রয়েছে সেগুলো জানার জন্য এই বইটি পাঠ করা জরুরি মনে করি।

কবি প্রশাসক

সকল পোস্ট : প্রশাসক