চতুর্দিকে চৌহদ্দি শেষ

“যতই অঙ্কন করি মেঘমালা
ঠোঁট হয় শিশিরে ভেজানো পাতা;
তারপর হয়ে ওঠে দারুচিনি বাকল।

যতই অঙ্কন করি লাল গোলাপ
বুকে বহে সুবাসিত দমকা হাওয়া;
তারপর হয়ে ওঠে পুষ্পের উদ্যান।

যতই অঙ্কন করি
আঙ্গিনায় প্রবাহিত নদী;
তারপর হয়ে ওঠে প্লাবিত জল।

যতই অঙ্কন করি
উঠানের বিশাল বৃক্ষ;
তারপর হয়ে ওঠে ঝড়ে পতিত ঘর।”
এই বইটিতে দেড়শত কবিতা রয়েছে। কবি ইফতেখারুল আলম অনেক দিন কবিতার ভূবনে ফিরে এসে পর পর চারটি কাব্যগ্রন্থ তার পাঠককে উপহার দিতে পেরেছেন। প্রতি কবিতায় কবির অতীত অভিজ্ঞতা, ব্যক্তি জীবন ও স্মৃতির দৃশ্যপট এঁকেছেন। কবিতাগুলো সুখপাঠ্য। কবিতা পাঠে একজন পাঠকের মনে হতে পারে এ যেন তারই অন্তরের কথা। সহজ-সরল বাক্যবিন্যাস, শব্দচয়ন, রূপক ও উপমার সম্বনয়ে কবিতাগুলো পাঠক গ্রহণ করবেন বলে মনে করি।

নাসির আহমেদ কাবুল
কবি ও গীতিকার
বাংলাদেশ বেতার

Category:

কবি প্রশাসক

সকল পোস্ট : প্রশাসক