কবি ও কথাসাহিত্যিক নাসির আহমেদ কাবুলের সাড়া জাগানো উপন্যাস ‘একটি সুইসাইড নোট’। ত্রিভুজ প্রেমের উপন্যাস এটি। উপন্যাসের নায়িকা অনিন্দিতা কোনো না কোনো কারণে তার প্রেমিককে ত্যাগ করতে বাধ্য হয়। এর জন্য সে নিজে দায়ী নয়। সমাজ-সংসার তার প্রেমের পূর্ণতার পথে অন্তরায় হয়ে দাঁড়ায়। সে একটা পর্যায় জানতে পারে তার প্রেমিক পার্থকে অন্য একটি মেয়ে ভালোবাসে। পার্থ সেটা জেনেও কখনো সাড়া দেওয়ার প্রয়োজন মনে করেনি। অনিন্দিতা বুঝতে পারো, সমাজ ও সংসারের কারণে পার্থর সঙ্গে তার কোনোদিনই মিলন সম্ভব হবে না। পার্থও সেটা বুঝতে পারে। দুজনের বিচ্ছেদ যখন অসম্ভাবী তখন অনিন্দিতা পার্থকে যে ভালোবাসে তার হাতে সঁপে দিয়ে আত্মহত্যা করে। আত্মহত্যা করতে গিয়ে দীর্ঘ একটি চিঠি (সুইসাইড নোট) লিখে রেখে যায় পার্থকে। এটিই হচ্ছে একটি সুইসাইড নোট।
এ সম্পর্কিত আরো কিছু...
বই পরিচিতি : দুরন্ত সংলাপ
জুন ১৪, ২০২১