বাতাসে ভেসে বেড়ানো উন্মুখ সুখের
হাতছানি দেখেছি বহুকাল।
ঝরা বকুলের সুবাস ছেড়ে যায়নি কখনো আমায়!
ঢেলে দেয়া জ্যোৎস্নায় ডাহুকের মাতামাতি দেখেছি
আর রাতজাগা বিহগের কাছে
আমার ঋণ.. শত জনমের।
কোথাও ভাগ বসাইনি! কেবল পড়েছে যা ভাগে,
চাওয়াগুলো আমার বেয়ারা হয়নি কখনো!
শুধু পথ চলতে নুড়ি কুড়িয়ে
সুরম্য জগৎ গড়েছি নিজের ভেতর,
গড়েছি মনোরম প্রাসাদ! তবে শূন্য রাজকোষ আমার
কিন্তু আতিথেয়তা আছে!
চাইলে থাকতে পারো তুমি, কর নেবো না।
এখানে মনি মুক্তা হিরে জহরত কিংবা
কাঁচা টাকার গন্ধ নেই!
আছে একুশ পেরোনো তারুণ্যকম্প,
বাঘের চোখ, হরিনের মাংস সব আছে এখানে!
আমি হেঁটে সাগর পেরোই!
প্রশান্তির ডানা মেলে চাইলে উড়তে পারি বিহগী তালে।
কোন পৈচাশিক বাহানা চোখে পড়ে না এখানে।
বলতে পারো আমি কারো পাকা ধানে
মই দিয়েছি কখনো?মনে পড়ে না!
তবে স্বপ্ন দেখাবার নাম করে কেনো আজো
অর্থহীন আকিঁবুকি!
উত্তাল সমুদ্রে জলছবি কেনো আঁকো!
তোমার সে আঁকিবুকি উত্তাল তরঙ্গজলে
কেবলই ধুয়ে ধুয়ে যায়।
তোমাার বিমূর্ষতা আমার চোখ ভুল করে না!
কারণ লুকাবার মত সুবোধ তুমি নও!
ছিলে না কোনো কালেও…।
৪ thoughts on “জলছবি”
মন্তব্য করুন
মন্তব্য করার জন্য আপনাকে অবশ্যই লগইন করতে হবে।
বেব ভাবনাময় প্রকাশ কবি আপু অনেক শুভেচ্ছা রইল
প্রেম-অভিমান দুইটি বিষয়ের মিশেল। অভিবাদন নিবেন কবি।
আগেও পড়ছি বোধহয়, আবারও পড়ছি ভালো লাগল…
একটি চমৎকার কবিতা বারবার পড়লেও ভালোই লাগে বারবার, বহুবার।
কবির জন্য সবসময় শুভকামনা।