মানুষ কেন কাঁদে

অধিক চাহিদাই হলো সকল দুঃখের প্রধান কারণ। জীবনটা হলো নিজের। তাই নিজেকেই ভাবতে হবে এবং চিনতে হবে। জীবনকে সমাজে ও সংসারে হারিয়ে দেওয়া যাবে না। আমরা জীবনকে সমাজের বিভিন্ন দিকে নিতে নিতে হারিয়ে ফেলি বা ডুবিয়ে ফেলি, দিশেহারা হয়ে যায় জীবন। তখন আমরা অশান্তিতে ভুগতে থাকি। যখন অশান্তিতে ভুগতে থাকবেন তখন বুঝতে হবে পাপে ডুবে গেছেন, ডুবে গেছেন তো হারিয়ে গেছেন। তখন সমাজ-সংসার থেকে প্রতারণা ও দুঃখের জন্য অপেক্ষা করতে হবে না, খুব দ্রুতই তা উপহার হিসাবে পেয়ে যাবেন। তখন সারা জীবন আপনি আফসোস করবেন, আর বলতে থাকবেন- দুঃখ-দুঃখ আর দুঃখ। এই দুঃখ কেন খুঁজতেই পেয়ে যাবেন মানুষ কেন কাঁদে?

Category:

কবি প্রশাসক

সকল পোস্ট : প্রশাসক