মৌন মোহন বিষাদ

‘মৌন মোহন বিষাদ’ জলছবি প্রকাশনের তৃতীয় যৌথ কাব্যগ্রন্থ। এর আগে আরো দুটি যৌথ কাব্যগ্রন্থ প্রকাশিত হলে পাঠকমহলে ব্যাপক সাড়া লক্ষ্য করা গেছে। এ ধরনের কাব্যগ্রন্থ জলছবির ধারাবাহিক প্রয়াস; প্রতিবছর বইমেলায় এ ধরনের প্রকাশনা অব্যাহত থাকবে বলে আশা করছি। যৌথ প্রকাশনার উদ্দেশ্য হচ্ছে, বইটির বহুল প্রচার। অংশগ্রহণকারী কবিদের মাধ্যমে সর্বাধিক সংখ্যক বই পাঠকের কাছে পৌঁছে যাবেÑযৌথ কাব্যগ্রন্থ প্রকাশের এটাই মূল উদ্দেশ্য।
বইটিতে ২৬ জন কবির লেখা কবিতা স্থান পেয়েছে। একজন কবির ১০টি করে কবিতা রয়েছে বইটিতে। এ ছাড়া রয়েছে কবি পরিচিতি, তাদের ছবি ও ই-মেইল ঠিকানা। কাব্যগ্রন্থটিতে অংশগ্রহণকারী কবিদের মধ্যে অল্প কয়েকজন ছাড়া বাকি সবাই নবীন কবি। নবীন ও প্রতিষ্ঠিত কবিদের সমন্বয়ে এই গ্রন্থটি একটি সেতুবন্ধন হিসেবে কাজ করবে মনে করি।
কবিরা এই গ্রন্থের কবিতায় প্রেম ও প্রকৃতিকে ধারণ করেছেন জোরালোভাবে। এ দেশের কবিতায় যা সচরাচর লক্ষ্য করা যায়। কবিরা সমাজেরই একজন, তারা বিচ্ছিন্ন কোনো দ্বীপের বাসিন্দা নন; তাই ব্যক্তিগত অনুভূতির সঙ্গে সমাজচিত্রও ফুটে উঠেছে কবিতায়। আছে দেশপ্রেম। সবকিছু মিলিয়ে কবিতার বিভিন্ন বিষয় সন্নিবেশিত হয়েছে কবিতাগুলোতে।

Category:

কবি প্রশাসক

সকল পোস্ট : প্রশাসক