প্রথমার্ধের প্রেমিকা

“যে কোনোদিন কামড় দেয়নি কোথাও
আজ সে কামড়ে ধরেছে আঙ্গুল
অন্য অনুভূতির জানালা খুলে।
ঘরে হঠাৎ হাওয়া ঢুকে পরলে
নক্ষত্রগুলোও চোখ রাঙিয়ে বলেÑ
আজ তুমি চোখ বেঁধে নাও।”
স্পষ্ট উচ্চারণে কবিতার পঙক্তি রচনায় পারঙ্গম কবি ইফতেখারুল আলম। তার অনেক কবিতায় পরাবাস্তবতার খোলসে নিজেকে তুলে ধরেছেন চমৎকারভাবে। তার কবিতার আবেদন এতটা তীক্ষè যে, পাঠকের হৃদয়ম কেঁপে উঠেÑ
“ইলিশের জলকেলি
পদ্মার দুকূলে জল বাড়ে
দৌলতদিয়া ডুবে যেতে থাকে।
যতবারই এসেছি
শেষ ধাপে প্রিয়ন্তি ব’লেছে
বাবু বাড়ি ফিরে যাও।’’
অতীত এসে কড়া নাড়ে কবিকে। মনে পড়ে সেই প্রথম প্রেমিকার দুষ্টু হাসি।
“আঙ্গিনার আগুনে পুড়ে না
দূরের জলে ভাসে
দুষ্টু মেয়েটি চোখ টিপে হাসে। ”

Category:

কবি প্রশাসক

সকল পোস্ট : প্রশাসক