আলোচিত ছোটগল্প

‘‘লেখক তার বই সামনে নিয়ে দাঁড়িয়ে আছেন। সাথে পরিচিতজনেরাও। ক্যামেরা নিয়ে ছুটোছুটি করছেন অনেকেই। একজন উপস্থাপকের ভূমিকায় বলে যাচ্ছেন লেখক কী করেছেন, এই বই লিখতে গিয়ে তিনি কী ভেবেছেন? পাঠক এই বই পড়ে কী বেনেফিট পাবে, এইসব। একইসাথে মঞ্চে পাশাপাশি তিনটি জটলা। মিডিয়া ব্যক্তিত্বও আছেন। তারা হাসি-হাসি মুখে মাইক্রোফোনের সামনে নতুন লেখক সম্পর্কে বলে চলেছেন। লক্ষ্যণীয় এটাই, কেউই কিন্তু কারো কথা শুনছেন না! এবারের বইমেলায় ঠাসাঠাসি গাদাগাদি যদিও একটু কম, তারপরও পায়ে পায়ে লোকজনের আনাগোণা।’’ – লেখক সঞ্জয় মুখার্জ্জীর এই হলো গল্প বলার ধরন। গল্পের চরিত্রগুলোর জীবনে অতি সাধারণ বা কখনো কখনো অসাধারণ ঘটনাগুলোকে সহজ বাক্য এবং সঠিক শব্দ চয়নে গ্রন্থভূক্ত করতে লেখক সঞ্জয় মুখাজ্জীর মুন্সিয়ানা লক্ষ্য করা যায়। আর এ কারণে পাঠকও মিশে যান গল্পের পরিমÐলে। নিজের অজান্তেই পাঠকও হয়ে ওঠেন কাহিনির একজন। বইটি পাঠক গ্রহণ করবেন বলে আশা করি।
-প্রকাশক