একটু একটু করে হারিয়ে যাচ্ছি আলোর মাঝে, ছায়ার ভাঁজে প্রেমিক কিংবা মায়ার খুশির ঢেউয়ে শান্ত স্বপ্নীল ফুল বাগানে… সত্যিই হারিয়ে…
ঘুমে বিভোর মানুষ!
একদিন মৃত্যুও মরে যাবে… শহর-নগর-পল্লীর কোথাও বাঁজবে না কান্নার আবেগী সুর বধির ও অন্ধরা দেখবে শুনবে নির্বাসিত আলো, ঢেউয়ের উম্মাতাল…