স্টিকি পোস্ট!
জলছবি বাতায়নে সেরা লেখা সাতদিনের জন্য স্টিকি পোস্ট (সেরা লেখা) প্রদর্শন করা হবে। প্রকাশিত লেখাগুলো থেকে বাছাই করে কমপক্ষে দুটি বা তিনটি লেখা স্টিকি পোস্ট হিসেবে প্রদর্শন করা হবে। যেহেতু জলছবি বাতায়ন নতুন করে পথচলা শুরু হয়েছে, সে কারণে কয়েকটি দিন নির্দেশনামূলক পোস্ট স্টিকি করা হচ্ছে। কয়েক দিন পর জলছবি নিজস্ব পোস্ট একটির বেশি প্রদর্শন করা হবে না।
কী ধরনের লেখা স্টিকি করা হবে?
সব ধরনের লেখা মানবিচার করে স্টিকি করা হবে। তবে ধারাবাহিক কোনো লেখা স্টিকির মর্যাদা পাবে না।
জলছবি বাতায়নে অবিরত থাকুন। যে কোনো সমস্যায় ফোন করুন।
হ্যাঁ, দেশের গুরুত্বপুর্ণ বিষয়ের উপর বা সাহিত্যের গুরুত্বপুর্ণ লেখার উপর স্টিকি ব্যাবহার করা যেতেই পারে।
সুন্দর উদ্যেগ অনেক অভিনন্দনও শুভেচ্ছা জানাই
খুব ভালো সিদ্ধান্ত গুরুজি।
চমৎকার সিদ্ধান্ত!