আমি একজন অপারগ তাই ইচ্ছে চাইল লিখলাম হাইকু। হোক বা না হোক। সবার সহযোগিতা কাম্য ভুল হলে সুধরায়ে দিবেন আশা করি।
তুমুল বৃষ্টি
গভিরতায় ডুবছি
মনকৃষ্টি আঁকছি।
ভরা যৌবন
নদ ভরা মৎস্য
স্বাদ ভরপুর।
মৌসুমী বায়
জিবনে আয়ু আয়
ভর ধানে ঘর।
অরণ্যে ফুল
ঘাসে ঘাসে সবুজ
যৌবন অটুট।
বৃষ্টি লাজ নাই
বৃষ্টির অবগাহন
উলঙ্গ মন
বৃষ্টি গীত শুনি
আকাশ অন্ধকার
জীবন ডুবে।
বাহ চমৎকার ভাবনার প্রকাশ কবি দা অনেক শুভেচ্ছা রইল
ধন্যবাদ কবি।
ভালইতো লিখেছেন।শুভ কামনা কবি।
ভাই আমি কবি না পাঠক মাত্র। ধন্যবাদ মমি ভাই।
“অরণ্যে ফুল
ঘাসে ঘাসে সবুজ
যৌবন অটুট ”— বাহ সুন্দর হাইকু।
তুমি এত সুন্দর করে বলতে পারো, জানা ছিল না তো!
অবিরত থাকো।
আমি আপনার নিকট শিখতে ও জানতে এসেছি মাত্র। ধন্যবাদ প্রিয়জন।
ভাই, আপনি খুব সুন্দর লিখছেন। শুভকামনা অবিরত।
আপনার প্রতিও শুভ কামনা ভাই। শুভেচ্ছা রইল।