পাণ্ডুলিপি আহ্বান ।। জলছবি প্রকাশন সম্পর্কে বিস্তারিত জানুন

 


আগামী বইমেলায় (২০২৬) প্রকাশের জন্য পাণ্ডুলিপি আহ্বান করা যাচ্ছে। বইমেলা সমাপ্তির পর  মার্চ মাস থেকে প্রকাশিত সকল বই-ই আগামী বইমেলায় প্রকাশিত বই হিসাবে পরিগণিত হয়ে থাকে। সুতরাং বছরের শুরু থেকে প্রস্তুতি নিলে ভুলভ্রান্তি কাটিয়ে একটি পরিচ্ছন্ন ও নির্ভুল বই প্রকাশ করা সম্ভব।  বই প্রকাশ করার জন্য চাই একটি নির্ভরযোগ্য সুপরিচিত ও বইমেলায় স্টল বরাদ্দ পাওয়া প্রকাশনা প্রতিষ্ঠান। এসবের সবগুলোই জলছবির রয়েছে এবং ২০২৬ বইমেলায় জলছবি প্রকাশন একুশে বইমেলায় ডাবল স্টল বরাদ্দ নিয়ে বইমেলায় উপস্থিত থাকবে, আশা করা যায়।

 

কী কী ধরনের বই প্রকাশ করছে জলছবি?

 শিশুতোষ গল্প, ছড়া, কিশোর উপন্যাস-সহ

গল্প
উপন্যাস
কবিতা
রম্য কাহিনী
গোয়েন্দা কাহিনী
অ্যাডভেঞ্চার
নন ফিকশন
সায়েন্স ফিকশন
কিশোর সাহিত্য
কিশোর উপন্যাস
শিকার কাহিনী
পিচাশ কাহিনী
অনুবাদ-সকল ধরনের বই।



মনে রাখুন

জলছবি প্রকাশন প্রতিটি পাণ্ডুলিপি সম্পাদনা করে নির্ভুল বানানে অদ্বিতীয় একটি প্রতিষ্ঠান। জলছবি প্রকাশন প্রথম শ্রেণির গুণগতমান সম্পন্ন বই প্রকাশ করে। জলছবি প্রকাশন থেকে প্রকাশিত বইগুলো দেশের বৃহত্তম অনলাইন বিক্রয় কেন্দ্র রকমারী ডট কম থেকে সংগ্রহ করা যায়।

জলছবি প্রকাশন ২০১১ সালে জন্মলগ্ন থেকে এই প্রতিষ্ঠানটি নতুন লেখকদের বই প্রকাশে অগ্রাধিকার দিয়ে আসছে।

নবীন লেখকের বই প্রকাশের ক্ষেত্রে ভালো মানের লেখা এবং ভালো চিন্তা করা মিলিয়ে নতুন কিছু বিবেচনা করা হয়।

পান্ডুলিপি জমা নেওয়ার ক্ষেত্রে নির্দিষ্ট কোন নিয়ম নেই।

পান্ডুলিপি ফেরত দেওয়া হয় না।

পান্ডুলিপি ছাপানোর জন্য নির্বাচিত হলে নবীন লেখককেই ছাপানোর খরচ বহন করতে হয়।

গ্রাহকের চাহিদা অনুসারে ডাকযোগে বই বিক্রি করা হয়।

জলছবি বাতায়নের দুটি পরিবেশনা প্রকাশনী রয়েছে। একুশে মেলায় পরিবেশনা সংস্থা দুটি জলছবির বই বিক্রি করে থাকে।

ছাড়া জলছবি প্রকাশনের সব বই রকমারী ডটকমে পাওয়া যায়।

প্রতিবছর বাংলা একাডেমি বইমেলায় জলছবির স্টল বরাদ্দ থাকে। জলছবির বইগুলো rokokari.com  ছাড়াও দেশের অন্যান্য অনলাইন থেকে সংগ্রহ করা যাবে। ছাড়াও জলছবির ফোন নম্বরে ০১৮১৭১২৭৮০৭ (হোয়াটআপ) ফোন করে ঘরে বসে আপনার প্রত্যাশিত বইটি সংগ্রহ করতে পারবেন। সে ক্ষেত্রে ২৫% কমিশন বাবদ বইটি পাঠকের কাছে কুরিয়ারে পৌঁছে দেওয়া হয়। বিকাশ বা নগদের মাধ্যমে মূল্য পরিশোধ করতে পারেন আপনি। বই প্রকাশ বা যে কোনো বিষয়ে জানতে ফোন করুন : ০১৮১৭১২৭৮০৭ হোয়াটসআপ নম্বরে।

 জলছবি প্রকাশন বছরব্যাপী বই প্রকাশ করছে। প্রতি বছর বইমেলায় জলছবির স্টলে অগণিত পাঠকের সমাগম প্রমাণ করে জলছবি প্রকাশিত বইগুলো গুণে-মানে সেরা। নতুন লেখকদের জন্য জন্য নির্ভরযোগ্য বিশ্বস্ত প্রতিষ্ঠান জলছবি প্রকাশন।

 


জলছবির নিজস্ব ই-কর্মার্স সাইট

অনলাইনে বই বাজারজাত করার জন্য আমাদের সঙ্গে রয়েছে রকমারি ডট কম-সহ বেশ কয়েকটি -কমার্স সাইট। জলছবি প্রকাশনের নিজস্ব -কমার্স এই www.jalchhabi.org যেখানে প্রকাশিত বইটির কভার পেজসহ বইয়ের ব্যাপারে সংক্ষিপ্ত একটি ধারণা দেয়া থাকে। এই সাইটটি থেকে পাঠক ঘরে বসে বই সংগ্রহ করতে পারেন।

ফেসবুক বর্তমানে সারা পৃথিবীতে বৃহত্তম সোশ্যাল নেটওয়ার্ক। জলছবি প্রকাশন ফেসবুককে যথেষ্ট গুরুত্ব দিয়ে বইয়ের প্রকাশনা চালায়। এর জন্য রয়েছে জলছবির নিজস্ব আইডি facebook.com/jalchhabi.dhaka (যেটি সম্পাদক-প্রকাশক ‘নাসির আহমেদ কাবুল’ নামে আপনারা চেনেন)।   ছাড়াও জলছবি প্রকাশনের আরো একটি অনলাইন সাহিত্য ম্যাগাজিন রয়েছে আজ আগামী নামে। যার ইউআরএল www.ajagami324.com এই সাইটিতে নতুন লেখকরা নিয়মিত লিখতে পারেন।

বাংলা একাডেমি বইমেলায় জলছবি প্রকাশনের নিজস্ব স্টল বরাদ্দ পেয়ে আসছে বেশ কয়েক বছর ধরে। মেলায় নতুন লেখকদের বইগুলো যথেষ্ট গুরুত্ব দিয়ে ডিসপ্লে করা হয়।

জলছবি প্রকাশন থেকে বই প্রকাশ করতে হলে যোগাযোগ করা যাবে ফোন : ০১৮১৭১২৭৮০৭ নম্বরে। জলছবির ইমেইল jalchhabi2015@gmail.com

 


সকল যোগাযোগ 
নাসির আহমেদ কাবুল
কবি ও কথাসাহিত্যিক
প্রকাশক ও সম্পাদক, জলছবি প্রকাশন
ফোন : ০১৮১৭১২৭৮০৭ (whatsapp)
ইমেইল : jalchhabi2015@gmail.com
Previous Post
No Comment
Add Comment
comment url