সুরুজ আলীর জীবন ও সমাজ রসায়ন
মূল্য : ১২% ছাড়ে ২৬৪ টাকা
কুরিয়ার সার্ভিস ফ্রি
৮৮০-১৮১৭১২৭৮০৭ (হোয়াসআপ) ফোন নম্বরে ঠিকানা দিয়ে অর্ডার কনফর্ম করতে পারেন।
‘সুরুজ আলীর জীবন ও সমাজ রসায়ন’ বইটি লেখক আখতার হোসেন মল্লিক। তিনি তার সাবলীল লেখনীর মাধ্যমে জনৈক সুরুজ আলীর জীবনের অভিজ্ঞতা তুলে ধরেছেন অত্যন্ত সুনিপুণভাবে। এই বইটিতে উপস্থাপিত তথ্যাদি সুরুজ আলীর পরিবারিক ও তার কর্মময় জীবনের অভিজ্ঞতারই প্রতিফলন ঘটেছে। অতিরিক্ত হিসাবে যুক্ত হয়েছে সমসাময়িককালের কিছু ভাবনা। এটি একটি সহায়ক লিটারেচার, যা জানা জিনিসকে পরিপূর্ণরূপে জানতে সহায়ক হবে। বইটিকে ব্যক্তি, পরিবার এবং সমাজে সংঘঠিত দ্বন্দ্ব ও সংঘাত নিরসনে এবং শান্তি প্রতিষ্ঠায় একটি সহায়ক সামাজিক সাহিত্য হিসাবে বিবেচনা করা হয়েছে। এতে দ্বন্দ্ব ও সংঘাত তৈরির নিরব বা সাইলেন্ট কারণ যেমন উপস্থাপিত হয়েছে, তেমনি শান্তি প্রতিষ্ঠার জন্যে করণীয় ও বর্জনীয় বিষয়সমূহের চর্চার প্রতি গুরুত্ব দেয়া হয়েছে।
সকল শ্রেণির পাঠকের কথা বিবেচনায় রেখে লেখা হয়েছে বইটি। ব্যক্তিজীবন ও সমাজ জীবনে সংঘাত নিরসনে এবং শান্তি প্রতিষ্ঠায় এই বইটি মহৌষধ নয় বা বিশেষ কোনো বইও নয়; এটি একটি জ্যান্ত অভিজ্ঞতার প্রতিফলনÑযা আমরা চর্চা করে দেখতে পারি। ফলাফল কাক্সিক্ষত মাত্রায় অর্জিত না হলেও, জ্ঞান বৃথা যাবে না বলে আমার দৃঢ় বিশ্বাস আছে।
তাছাড়া, বইটি বাংলাদেশের বিভিন্ন কলেজ এবং পাবলিক ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ে সমাজবিজ্ঞান, সমাজকল্যাণ, সমাজকর্ম, রাষ্ট্রবিজ্ঞান, অর্থনীতি, দ্বন্দ্ব নিরসন ও শান্তি প্রতিষ্ঠাসহ সম্পর্কিত বিষয়সমূহে অধ্যায়নরত শিক্ষার্থীদের সহায়তা করবে। বইটি পাঠকপ্রিয়তা পাবে আশা করছি।
-- প্রকাশক