ভালো থেকো নন্দিতা
লেখক : নাসির আহমেদ কাবুল
মূল্য : ২০০ টাকা
একটুখানি পড়ে দেখুন
কবিতাগুলো তোমার জন্যে
নির্ঘুম রাত জেগে থাকার গল্প শোনাতে পারব না তোমাকে আর,
বর্ষায় কদম ফোটার আনন্দ ভাগাভাগির সময়ও
ফিরে আসবে না আর কোনোদিন;
পদ্মপাতার জল-টলমল চোখে অভিমান থিতু হবে না কখনও আর,
হাত বাড়িয়ে ছুঁয়ে দেয়ার ইচ্ছেগুলো মন খারাপ করা
অন্ধকারে ডুবসাঁতার দেবে যখন, তখন
কবিতাগুলো তোমার হবে।
এক-একটি কবিতা হাজার মণের দীর্ঘশ্বাসের পাহাড় হয়ে
তোমার বুকে আছড়ে পড়বে একদিন,
সেইদিন তুমি কুহকের অরণ্য ভেদ করে জোছনার জলে
অবগাহন করবেÑকবিতার প্রতিটি শব্দ-প্রতিশব্দ-উপমা-রূপক
তোমার আঁচলে ঠাঁই পাবেÑ আর তুমি
অভিধানের পাতায় পাতায় আমাকেই দেখবে যখন,
তখনই কবিতাগুলো তোমার হবে।
কবিতার জন্য চাই সফেদ আকাশ, সোনালি চাঁদের হাসি,
ঝিরঝির বৃষ্টি, মুগ্ধ বাতাসে ঝিঁঝির উৎসব,
ঘাসের ডগায় রুপালি সকালÑ
পাখির ঠোঁটে বারোয়ারি কীর্তন...
এখন বারবেলা, কালবেলাÑমন খারাপ করা মজাপুকুরে
অভিমানী জোছনার ডুবসাঁতার, কার যেন সখের নোলক
দুর্বাঘাসে মৃত্যুবিছানায় গড়াগড়ি খায়Ñ
ইচ্ছের পানশি মাঝ নদীতে টালমাটাল,
এমন অসময়ে কবিতাগুলো তোমার জন্য নয়Ñ
আমিও কেউ নই তোমার।
৩ জুলাই, ২০১৮