জিঠু ও টিটু
নিহান ও নিনা তাদের প্রিয় পোষা পাখিটাকে হারিয়েছে। এবার কি তারা পোষা বানরটাকেও হারিয়ে ফেলবে? সবুজ হঠাৎ ফড়িং ধরা, মাছ কোপানো ও পাখি শিকার করা বন্ধ করে দিয়েছে। সবাই বলে ওর ওপর নাকি জ্বিনের আছড় লেগেছে। তাই গ্রামবাসীরা তাকে স্কুলে যেতে দেয় না। সবুজ এখন কী করবে? সে কি বোঝাতে পারবে তাকে জি¦নে ধরেনি।
পাপ্পুর খুব ভুত দেখার শখ। কিন্তু সে একটু ভীতু প্রকৃতির। বুবুচাচা তাকে ভুত দেখার জন্য উৎসাহ দেন। এক রাতে বুবুচাচা খুনী ভূতের খপ্পরে পড়ে যান। পাপ্পু কি বুবুচাচাকে বাঁচাতে পারবে?
বন্ধুরা নিহান, সবুজ ও পাপ্পুর সাথে ঘুরতে গেলে মনে হবে সময়টা দ্রুত ফুরিয়ে গেল।
নিহান ও নিনা তাদের প্রিয় পোষা পাখিটাকে হারিয়েছে। এবার কি তারা পোষা বানরটাকেও হারিয়ে ফেলবে? সবুজ হঠাৎ ফড়িং ধরা, মাছ কোপানো ও পাখি শিকার করা বন্ধ করে দিয়েছে। সবাই বলে ওর ওপর নাকি জ্বিনের আছড় লেগেছে। তাই গ্রামবাসীরা তাকে স্কুলে যেতে দেয় না। সবুজ এখন কী করবে? সে কি বোঝাতে পারবে তাকে জি¦নে ধরেনি।
পাপ্পুর খুব ভুত দেখার শখ। কিন্তু সে একটু ভীতু প্রকৃতির। বুবুচাচা তাকে ভুত দেখার জন্য উৎসাহ দেন। এক রাতে বুবুচাচা খুনী ভূতের খপ্পরে পড়ে যান। পাপ্পু কি বুবুচাচাকে বাঁচাতে পারবে?
বন্ধুরা নিহান, সবুজ ও পাপ্পুর সাথে ঘুরতে গেলে মনে হবে সময়টা দ্রুত ফুরিয়ে গেল।
মূল্য : ২০০ টাকা
প্রচ্ছদ : অনিন্দ্য হাসান
পাওয়া যাবে রকমারি ডটকম ও জলছবিতে ফোন করে। ফোন : ০১৮১৭১২৭৮০৭