জীবন জগৎ ও কল্পলোক

 


‘জীবন জগৎ ও কল্পলোক’ বইটিতে একজন বৃদ্ধ মানুষের ভাবনার বিভিন্ন দিক তুলে ধরা হয়েছে। সর্বজনীন ভাবনার দিকটি লেখক একজন বৃদ্ধ মানুষের মাধ্যমে অত্যন্ত সুন্দরভাবে ফুটিয়ে তুলতে প্রয়াস পেয়েছেন। বইটির কেন্দ্রীয় চরিত্র একজন বৃদ্ধ মানুষ। তিনি একাব্বর সাহেব। যিনি শৈশব,  কৌশোর ও যৌবন অতিক্রম করে এখন বৃদ্ধ বয়সে উপনীত হয়েছে। তার কল্পনার জাল বহুদূর বিস্তৃতি। তার কল্পনার বেঁচে থাকা বন্ধুরা যেমন এসে ধরা দেয়, তেমনি লোকান্তিত বন্ধুরাও আাসে। তার সঙ্গে কল্পনায় কথা হয়।  সর্বোপরি একজন বৃদ্ধ মানুষ একাব্বর সাহেবের অসহায়ত্বের দিকটি প্রকাশ পেয়েছে বইটিতে।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url