ছন্দে লিখি বানান শিখি


ছন্দেলিখি বানান শিখি
লেখক : সঞ্জয় মুখার্জী
 মূল্য : ২৬০ টাকা


একটি অনুচ্ছেদ পড়ে দেখুন

উদ্দেশে-উদ্দেশ্যে


যাচ্ছ কোথায়? কী উদ্দেশ্যে? কার উদ্দেশে বলো

দুই বানানের ভিন্ন মানে, সেটাই মেনে চলো।


যাঁর জন্য, যাঁদের প্রতি বললে হয়-উদ্দেশে

উদ্দেশ্য? অভিপ্রায়, লক্ষ্য, আর মতলব অবশেষে।


এখন থেকে জনগণের উদ্দেশে সব বলুন

কী উদ্দেশ্যে আদেশ নিষেধ, সবই মেনে চলুন ॥


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url