দীপুর হাতের গ্রেনেড


...অন্ধকার রাত। কোথাও কিছু দেখার উপায় নেই। তবুও মুক্তিযোদ্ধারা বুঝতে পারল দীপু প্রায় ব্রিজটির কাছাকাছি গিয়ে পৌঁছেছে। ততক্ষণে পাকিস্তানী সৈন্যদের দুটি কনভয়ই ব্রিজেট উপর উঠে পড়েছে। দীপুও প্রায় ব্রিজটির কাছাকাছি পৌঁছে গেছে। সবাই রুদ্ধশ্বাসে অপেক্ষা করছে দীপু কী করে দেখার জন্য। দীপু মাথা উঁচু করে দাঁড়াল। তারপর ওর হাতের গ্রেনেডটি ছুঁড়ে মারলো ব্রিজটি লক্ষ্য করে। অব্যর্থ লক্ষ্য! দীপুর হাতের গ্রেনেডটি গিয়ে পড়ল ব্রিজটির ঠিক মাঝ বরাবর।  গ্রেনেড বিস্ফোরিত হলো বিকট শব্দে। খান-খান হয়ে ভেঙ্গে পড়ল ব্রিজটি। পাকিস্তানী সৈন্যদের বহন করা কনভয় দুটিও টুকরো-টুকরো হয়ে গেল। আগুন ধরে গেল কনভয় দু’টিতে। এসব দেখে দীপু চিৎকার করে বললÑজয় বাংলা।...

দীপুর হাতের গ্রেনেড
নাসির আহমেদ  কাবুল
প্রচ্ছদ : সোহাগ পারভেজ
মূল্য ৩০০ টাকা
পাওয়া যাবে রকমারি ও জলছবিতে ফোন করে ০১৮১৭১২৭৮০৭

 

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url