জলাত্যয়ে জোনাক
‘জলাত্যয়ে জোনাক’ জলছবি প্রকাশনের ধারাবাহিক পঞ্চম যৌথ কাব্যগ্রন্থ। এ ধরনের কাব্যগ্রন্থ জলছবির ধারাবাহিক প্রয়াস; প্রতিবছর বইমেলায় এ ধরনের প্রকাশনা অব্যাহত থাকবে বলে আশা করছি। যৌথ প্রকাশনার উদ্দেশ্য হচ্ছে, বইটির বহুল প্রচার। অংশগ্রহণকারী কবিদের মাধ্যমে সর্বাধিক সংখ্যক বই পাঠকের কাছে পৌঁছে যাবে--যৌথ কাব্যগ্রন্থ প্রকাশের এটাই মূল উদ্দেশ্য। আমাদের উদ্দেশ্য কবিতাপ্রেমীদের কাছে কবিতা পৌঁছে দেয়া; আমরা সে লক্ষ্যে সফল হয়েছি বলা যায়। বইটিতে ২২ জন কবির লেখা ২১৮টি কবিতা স্থান পেয়েছে। কবিতা ছাড়াও কবির পরিচিতি রয়েছে বইটিতে। কাব্যগ্রন্থটিতে অংশগ্রহণকারী কবিদের মধ্যে অল্প কয়েকজন ছাড়া বাকি সবাই নবীন কবি। এ বইটি নবীন ও প্রতিষ্ঠিত কবিদের মধ্যে সেতুবন্ধন হিসেবে কাজ করবে আশা করছি। কবিরা এই গ্রন্থের কবিতায় প্রেম ও প্রকৃতিকে ধারণ করেছেন জোরালোভাবে; এ দেশের কবিতায় যা সচরাচর লক্ষ করা যায়। কবিরা সমাজেরই একজন, তারা বিচ্ছিন্ন কোনো দ্বীপের বাসিন্দা নন; তাই ব্যক্তিগত অনুভূতির সঙ্গে সমাজচিত্রও ফুটে উঠেছে তাদের কবিতায়। আছে দেশপ্রেম। সবকিছু মিলিয়ে কবিতার বিভিন্ন বিষয় সন্নিবেশিত হয়েছে কবিতাগুলোতে। গ্রন্থটিতে যারা লিখেছেন :
আঞ্জুমান আরা খান, আবির সাকিব, আবদুর রহিম, আযাহা সুলতান, এম এম এইচ মুকুল, উত্তম কে বড়–য়া, জে এম আজাদ, তাছাদ্দুক হোসেন,, নাসির আহমেদ কাবুল, ফকির চাঁদ, বিধায়ক ভট্টাচার্য, মাসুম আজিজ, মীনা পারভিন, মুহম্মদ দিলওয়াল হুসাইন, মোঃ মোস্তফা কামাল, রুপালী আক্তার, শাহীন সুলতান, শীলা প্রামাণিক, সঞ্জয় মুখার্জ্জী, সফির আহমদ কামাল, সাবেকুন নাহার মুক্তি, সুদীপ দাস, ও হুমায়ূন কবীর।
মূল্য ২৪০ পৃষ্ঠা ৪৫০ টাকা
বিক্রিত মূল্য ৪০% লেস ২২৫+কুরিয়ার ফি
পাওয়া যাবে জলছবির ফোনে কল করে : ০১৮১৭১২৭৮০৭ এবং
রকমারি ডটকমে।