আরশিতে তুমি

 

আরশিতে তুমি
লেখক : সঞ্জয় মুখার্জী
ধরন : কবিতা
মূল্য : ২০০ টাকা

একটি অনুচ্ছেদ পড়ে দেখুন

যতটা আকাশ দেখা যায়


জানালা দিয়ে যতটা আকাশ দেখা যায়

ঠিক ততটা জুড়েই ছড়িয়ে আছ তুমি;

দুচোখের সীমানায় যতটা দূর দৃষ্টি যায়

ঠিক ততটা জুড়েই দাঁড়িয়ে আছ তুমি;

এই শারদ মেঘের অকাল-শ্রাবণ ঘিরে

আশ্বিনের শেষ বিকেলের আলোয়

পাতলা মিহিন বৃষ্টি ছুঁয়ে বন্ধ চোখের পাতায়

এক পরম স্নিগ্ধতা নিয়ে 

জড়িয়ে আছ তুমি।


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url