প্রিয়জন
উপন্যাস প্রিয়জন
লেখক : তাসনুভাব সোমা
প্রচ্ছদ : অনিন্দ্য হাসান
মূল্য : ৩৫০ টাকা
প্রাপ্তিস্থান : রকমারি ও জলছবি।
কৈশোর থেকে যৌবন পর্যন্ত তিন-তিনটা মৃত্যু দেখে নিলা। খুব কাছের তিনজন মানুষের মৃত্যু ওর স্বাভাবিক বিকাশের পথে বাঁধা হয়ে দাঁড়ায়। কিন্তু যৌবনের ডাক অস্বীকার করতে পারে না সে। নিলার জীবনেও আসে প্রেম, স্বপ্ন, ভালোবেসে ঘরবাঁধার হাতছানি। কৈশোরে নজর কেড়ে নেওয়া যুবক আরিফের সাথে ধীরে-ধীরে গড়ে ওঠে বন্ধুত্ব। নিলা-আরিফের দীর্ঘদিনের বন্ধুত্ব একসময় আত্মপ্রকাশ করে ওদের প্রথম প্রেম হিসেবে। একে অপরের ভালোবাসার মানুষ হয়ে ওঠে ওরা। ওদের প্রণয়ের পরিণতিতে বাঁধা হয় আরিফের অতীত। সব বাঁধা পেরিয়ে প্রিয়জন আরিফের সাথে ঘর বাঁধার স্বপ্ন পূরণে এগোয় নিলা। কিন্তু এক পা এগোতেই ভেঙে চুরমার হয়ে যায় নিলার সব স্বপ্ন। জীবন থেকে হারায় ভালোবাসার মানুষ, হারায় ভালোবাসা। আবারো ওকে মেনে নিতে হয় নিষ্ঠুর ভাগ্য। বার বার ভাগ্যের সাথে সমঝোতা করতে করতে হাঁপিয়ে ওঠে নিলা। ক্লান্ত, শ্রান্ত হয়ে নিজের ভাগ্য নিজেই গড়তে চায় সে। জীবনের বিশেষ একপ্রান্তে এসে শুধু নিজের স্বার্থের কথাই ভাবে সে। স্বার্থপর হয় এবং নিজের পক্ষে সিদ্ধান্ত নেয়। ওর সেই সিদ্ধান্তের বলি হয় শাহেদ। অচিরেই ভুল ভাঙে নিলার। বুঝতে পারে অন্যায় হয়েছে শাহেদের সাথে। উপলব্ধি করতে পারে শাহেদ ওর জীবনের প্রয়োজন এবং প্রিয়জন দুটোই। নিলা এখন জীবনের এমন এক দ্বারপ্রান্তে যেখানে শাহেদের একটি সিদ্ধান্ত নিলাকে রক্ষা করতে পারে, নতুন জীবনের বরদান করতে পারে। অথবা ছুঁড়ে ফেলতে পারে চিরতরে।