২০২১ বইমেলায় প্রায় পঁচিশটি বই প্রকাশ করবে জলছবি প্রকাশন

আগামী বইমেলায় জলছবি প্রকাশন প্রায় পঁচিশটি বই প্রকাশ করবে জলছবি প্রকাশন। এর মধ্যে রয়েছে গল্প, উপন্যাস, সায়েন্স ফিকসন, শিক্ষামূলক বই, কাব্যগ্রন্থ এবং শিশুতোষ বই। বরাবরের মতো এ বছরও বাংলা একাডেমির বইমেলায় মূল অংশে অর্থাৎ সোহারাওয়ার্দী উদ্যানে থাকছে জলছবি প্রকাশনের স্টল।

করোনা পরিস্থির কারণে মেলার আয়োজনের সিদ্ধান্ত নিতে দেরি হয়। এতে প্রকাশক ও লেখকরা হতাশ হয়ে পড়েন। এ জন্য বই প্রকাশে কিছুটা স্থবিরতা নেমে আসে। তবে মেলা অনুষ্ঠানের সিদ্ধান্ত গৃহীত হলে প্রকাশক ও লেখকরা পুরোদস্তুর কাজে নেমে পড়েছেন। আশা করা যাচ্ছে গত বছরের তুলনায় ২০২১ সালের বইমেলা আরও জমজমাট ও আকর্ষণীয় হবে।

পুরোপুরি স্বাস্থ্যবিধি মেনে মেলা অনুষ্ঠিত হবে বলে প্রকাশনা সমিতির নেতৃবৃন্দ জানিয়েছেন। একাডেমি কর্তৃপক্ষও মেলা অনুষ্ঠানের ব্যাপারে নীতিগত সিদ্ধা্ন্ত গ্রহণ করেছে।

জলছবি প্রকাশন নতুন লেখকদের কাছ থেকে এখনও পাণ্ডুলিপি গ্রহণ করছে। জলছবি প্রকাশন পুরো জানুয়ারি মাস ধরে পাণ্ডুলিপি গ্রহণ করবে।

কবি প্রশাসক

সকল পোস্ট : প্রশাসক

মন্তব্য করুন