জলছবি বাতায়নে যেভাবে পোস্ট করবেন

আমরা প্রায় সবাই ফেসবুকে সহজভাবে পোস্ট করতে অভ্যস্ত হয়ে গেছি। জনপ্রিয় ওয়ার্ডপ্রেস সাইটে অনেকেই হয়ত পোস্ট করার নিয়ম ভুলে গেছেন। তাছাড়া মোবাইল থেকে পোস্ট করা আরও একটু জটিলতা রয়েছে। তবে একবার একটু কষ্ট করতে হবে, তারপর ধীরে ধীরে অভ্যস্ত হয়ে গেলে আর সমস্যা হবে না আশা করছি।

মোবাইল থেকে পোস্ট করার জন্য প্রথমে লগইন করে নিন। রেজিস্ট্রেশন করা না থাকলে রেজিস্ট্রেন করে নিতে হবে।

ড্যাশবোডের্ পোস্ট অপশন পাবেন। সেখানে এড নিউ-তে ক্লিক করুন। এবার আপনি লেখার ক্ষেত্র পাবেন। সেখানে Add tittle জায়গায় হেডিং লিখুন তার নিচে লিখুন বা পেস্ট করুন। এরপর ডানদিকে publish – েএ সরাসরি পোস্ট করতে পারবেন। তবে ছবি যোগ করার জন্য আপনাকে publish এর পাশে সেটিংস আইকনে ক্লিক করার পর Featured Image অপশন পাবেন। এরপর ছবি আপনি আপলোড ক্যাটাগরি সিলেক্ট করে যেমন গল্প, কবিতা, ছড়া ইত্যাদি publish করুন।

পোস্টে কোথাও আপনার নাম লিখতে হবে না। আপনি যে নামে রেজি: করেছেন সে নামটি পোস্টের নিচে দেখা যাবে।

ভুলেও কখনও Edit With Elmentor ব্যবহার করবেন না।

কবি প্রশাসক

সকল পোস্ট : প্রশাসক

মন্তব্য করুন