ক্ষ‌য়ে যাওয়া চাঁ‌দে তোমার ছায়া প‌ড়ে

ভরসা নেই আবার ফিরে পাওয়ার সেই পুরাতন ডানা!
আবার বাতাসে উড়ে বেড়ানোর ইচ্ছে হামাগুড়ি দেয়;
নবজাতের মতো অসহায় চিৎকারে নিজের
অপারগতা জানান দিয়ে কেবলই বিড়ম্বিত হয় মনন-
সময় তাকে একটুও ক্ষমা করে না!
ফের কারো কাছে ভিক্ষার ঝুলি বয়ে নিয়ে
দ্বারস্থ হয় না মন ব্যাকুল আগ্রহে।
জীবন এমনই- দিনে দিনে রৌদ্রজ্জ্বল সকাল বিষন্ন
করোটিতে দীর্ঘশ্বাস ফেলে রেখে যায়।

রাত নিশিথে যখন টুপটাপ ঝরে পড়ে শিশির শেফালির বুকে
নিশাচর কষ্ট যখন বাতাসে ভর করে উড়ে বেড়ায়
তখন খুব ক্লেশে আরও একবার উড়তে পারার ইচ্ছের কাছে
আত্মসমর্পণ করে যেন কাউকে ডাকি প্রাণপণে;
যেন কারো স্পর্শের আশায় ব্যাকুল দুই হাত সকাতর
বেহালার ছড়ের মতো তির তির করে কাঁপে!
বুকের মধ্যে তার অনুরণন ছড়িয়ে পড়ে!

আমি কান পেতে থাকি ইথারের বুকে,
বাতাসে পায়ের শব্দে সচকিত মন বদ্ধ জানালার
খড়খড়ি খুলে দেয় অন্তিম বিশ্বাসে-এই বুঝি এলো সে,
এই বুঝি ডানায় ভর করে উড়ে বেড়ানোর
মওসুম ফিরে পাওয়া আবার।
ঠিক তখন আকাশ-গাঙে ভাসে খয়ে যাওয়া আধখানা চাঁদ-
সেই চাঁদে কেবলই তোমার ছায়া পড়ে!

২৮ মে/২০২১

কবি নাসির আহমেদ কাবুল

জন্ম : পিরোজপুর জেলার মঠবাড়িয়ার ব্যাংকপাড়ায়, ৬ জানুয়ারি, ১৯৬০ প্রকাশক ও সম্পাদক, জলছবি প্রকাশন প্রতিষ্ঠাতা ও প্রধান সম্পাদক : www.ajagami24.com তালিকাভুক্ত গীতিকার, বাংলাদেশ বেতার প্রকাশিত গ্রন্ত একুশটি। ফেসবুক আইডি-facebook.com/NasirAhmedKabul ফোন : ০১৮১৭১২৭৮০৭, ০১৯১৫৬৮৪৪৩৪ ইমেইল : jalchhabi2015@gmail.com
সকল পোস্ট : নাসির আহমেদ কাবুল

৩ thoughts on “ক্ষ‌য়ে যাওয়া চাঁ‌দে তোমার ছায়া প‌ড়ে

  1. সৃষ্টিশীল মনগুলো অনেকটা পথ এগিয়ে গেলেও আকাঙ্ক্ষায় ভাটা পড়ে না! অবশ্য এটি কাম্যও নয়।কবিতার গতর জুরে আক্ষেপটুকু সেই ইঙ্গিত বহন করছে কিন্তু সময়ের কাছে অসহায়ত্ব চিরন্তন এটিও অস্বীকার করার জো নেই! চমৎকার লিখনশৈলীর কবিতাটি সকলের আপন বলে মনে হবে আমার ধারণা। কবির জন্য শুভকামনা নিরন্তর…

মন্তব্য করুন