চলে গিয়ে কেঁদে ফিরেছি যতবার;
পরিত্যক্ত আর তুচ্ছ হয়েছি তারও বেশিবার।
ভালোবাসি যারে বলেছি একবার;
তারে ছাড়া যেন মোর, জীবনই চলেনা আর।
তাই গিয়েছি চলে ঠিকই, তবু ফিরেছি বারেবার;
যত যাইহোক, ভালোবাসি কথাটা তো ছিলই আমার।
ভুল বুঝা-বুঝি হবেই, তবু হতে হয় ঠিক, এইতো সংসার;
মেনে নিয়েই তো মিলেমিশে, থাকতে চেয়েছি বারংবার।
শুধু ভুলে গেছি, সম্পর্ক টিকানোর দায় নয়তো একার;
বোকার মতো ফিরেছি কত, অবহেলিত হয়েও সহস্রবার!
নিজ ভুলে নিজে দোষী, সাধ্য নাই অন্যে দায়ী করবার;
দিতে সুবাদের মূল্য সহিব ক্লিষ্ট ভেবেছি কি আমি আর!
শুধু ভেবেছিনু , রইবো দুজন হয়ে নিঃশ্ছেদ;
তার চাওয়াই বিধির লিখন, হলো বিচ্ছেদ।
৫ thoughts on “বিচ্ছেদ”
মন্তব্য করুন
মন্তব্য করার জন্য আপনাকে অবশ্যই লগইন করতে হবে।
“ভুল বুঝা-বুঝি হবেই, তবু হতে হয় ঠিক, এইতো সংসার;
মেনে নিয়েই তো মিলেমিশে, থাকতে চেয়েছি বারংবার।” — এমন করে কবিরাই বলতে পারে। খুব আপোষকামী হয় কবিরা।
কবিতা ভালো লেগেছে।
ধন্যবাদ! গুণীজন। দোয়া করবেন।
যাপিত জীবনের কিছুকথা খুব সাবলীলভাবে কবিতায় উঠে এসেছে।সহজ সরল কথাগুলো ভালো লাগলো।শুভকামনা কবি।
ধন্যবাদ!উভয়কে….
রাজীব দা অনেক অভিনন্দন ও শুভেচ্ছা জানাই