এক যে ছিল হুতুমপেঁচা
নাকটা ছিল বোঁচা,
সকল খাবার ফেলে কেবল
খেতো কলার মোচা!
ছুঁচোর মতো ধরত প্রাণী
ফেলত মেরে সব!
মোচা পেলেই খেতো কেবল
গপ্ গপা গপ্ গপ্।
রাত দুপুরে উঠত ডেকে
নানা রকম রবে,
চোখ দু’টো কে করত রাঙা
ভয় পেতো যে সবে!
এক রাতে যেই ঈগল এসে
দিলো বিষম থাবা,
অমনি ভয়ে বলল কেঁদে
ছাড় না ওরে বাবা!
অতি চমৎকার ছড়া। ভালো লাগলো।
আন্তরিক কৃতজ্ঞতা অপরিসীম
বাহ
দারুণ
আন্তরিক ধন্যবাদ জানবেন কবি।
বেশ! সুন্দর লাগলো। শুভেচ্ছা কবি। 💞
আন্তরিক ভালোবাসা জানবেন কবি।
খুব সুন্দর হয়েছে…
কৃতজ্ঞতা জানবেন কবি।