সমুদ্রে মিশে যাচ্ছে কান্নার চোখে নিনাদ
অট্টালিকার ছাঁদে সুখের চাদর শুকায় রোজ!
অথচ মাটির গন্ধ মৃত- দূর্বাঘাসে মরীচিকা রোদ
চারপাশ বাতাসহীন উঠনের চিলাকুটা
তারপরও বৃষ্টির শব্দ জোয়ারের ঢেউ;
এতো প্রকৃতিময় প্রেম যেনো কালো মেঘের ছায়া,
বজ্রপাত দেহ, কমতি নাই কোনকিছু
অতঃপর কবিতা পল্লীর মন, বিবর্তন মাঠ
সোনালি দৃষ্টি কিন্তু এসব ভাববার সময় কই-
চুরমার করেছে সময়ের হাত ঘড়ি।
০৬ আষাঢ় ১৪২৮, ২০ জুন ২১
————————————-
Excellent kobi.
পাঠে ভাল লাগার জন্য অশেষ ধন্যবাদ কাশেম দা
বাহ বেশ!
ছবিটি ঠিক মতো হয়নি। হেড লাইন লেখার উপরে ‘নতুন মিডিয়া যোগ করুন’- থেকে ছবি যোগ করেছ। এই অপশনটি লেখার মধ্যে ছবি যোগ করার জন্য। লেখার শুরুতে ছবি যোগ করতে হবে যেখানে ক্যাটাগরি আছে, তার নিচে ফিচার ছবি স্থাপন করুন-থেকে।
আমি ঠিক করে দিচ্ছি।
লেখাটি সু্ন্দর হয়েছে।
পোষ্ট করার পরামর্শ করার জন্য অশেষ ধন্যবাদ জানাই
বাহ! অনন্যসাধারণ বাউল দা। অভিনন্দন!
পাঠে ভাল লাগার জন্য অশেষ ধন্যবাদ জয় দা
চমৎকার কাব্যকথা! বেশ মুগ্ধ হলাম পাঠে তবে এত,যেন এভাবেই লিখতে হবে।আশা করি আমরা সবাই সবাইকে আন্তরিক সহযোগিতা করব।
চমৎকার কাব্যকথা! বেশ মুগ্ধ হলাম পাঠে তবে এত,যেন এভাবেই লিখতে হবে।আশা করি আমরা সবাই সবাইকে আন্তরিক সহযোগিতা করব।
পাঠে ভাল লাগার জন্য অশেষ ধন্যবাদ আঞ্জুমান আপু
ভালো লাগল।ভালোবাসা রইলো।
পাঠে ভাল লাগার জন্য অশেষ ধন্যবাদ সুদীপ দা