১. মন চাই ঝরতে
কুহেলিকা মাঝ রাতে
কলিজায় ক্ষত।
২. জান যায় যায়
বৈশাখী রুষ্ট মধ্যাহ্ন
তোমার তরে।
৩. আন্দোলিত মন
বাগিচায় পুষ্প মোহিত
থালায় বাসমতি।
৪. মাটির ঘর
স্বপ্নময় রঙ্গিন যৌবন
ফসল দুলছে।
৫. চেয়ে দেখ, চেয়ে
ফুল ফসলে মাঠ
নড়ে বায়ে মুগ্ধ।
৬. ভূষিত ফুল
শোভিত মহন জীবন
দীপ জ্বলে।
খুব সুন্দর হাইকু আমিও লেখতাম এখন লেখি না এখন শুধু আমার ফরমেটে চলছি-
অনেক শুভেচ্ছা রইল