- পাওয়া আর না পাওয়ার মাঝে
ব্যর্থতা কোনো শব্দ হতে পারে না।
বিকেল আর সন্ধ্যার মাঝে
সময়ের ব্যবধান নেই,
আবেগ বা কান্নার মাঝে
নেই কোনো ভিন্ন অনুভূতি।
কাছে থেকে যতটা পাইনি
দূরে থেকে পেয়েছি অনেক বেশি।
তোমার থাকা বা না থাকায়-তাই
বুঝিনি শূন্যতা কাকে বলে।
সৃজনশীল প্রকাশনা প্রতিষ্ঠান
মন্তব্য করার জন্য আপনাকে অবশ্যই লগইন করতে হবে।
বাঃ! সহজ কথায় গভীর অনুভূতির প্রকাশ!
হু রায় দা খুব সুন্দর লাগল
বাহ! অল্প শব্দে চমৎকার প্রকাশ। অভিবাদন কবিকে।