প্রিয় মাসুদ ভাইয়ের সুন্দর একটি ছবি দিলাম যা ভুবন ভুলান হাসিতে ভরপুর। লেখা আমরা দ্বারা হবেনা তা জানি পড়ি আর দেখি এটাই নিয়তিতে লেখা।
মা হাজার হাজার বার দৃষ্টি খুললেও
মা হাজার হাজার বার সৃষ্টিকর্তার নিকট আকুতি করলেও
মা হাজার হাজার বার তোমায় স্বরন করলেও
দৃষ্টিপাতে আসবেনা।
অন্তর আত্বায় স্বরন করলে ভুবন্ময় তুমি
হৃদয় আত্বায় তুমি
আমার অস্থিতে মিশে আছো তুমি।
মা তুমি ভাল থেকো।
অল্পকথায় চোখ ঝাঁঝল মন কাদান কবি দা