মৃত আত্মারা ঘিরে রেখেছে আমার জীবিত সত্ত্বাকে
সবুজ পাতাগুলো ক্রমশ হয়ে যাচ্ছে ধূসর
হারিয়ে যাচ্ছে যৌবন পৌঢ়ত্যের আঘাতে !
যৌবণিক শিহরণে আজ নিদারুণ টানাপোড়েন;
ঘাসফুলগুলো শুকিয়ে গিয়েছে
চঞ্চল মন বন্ধ্যাত্বকে করেছে বরণ;
মৃত আত্মার প্রলাপে আজ আমি ভীষণ অসহায়
কালো কালো হাতগুলো কাছে ডাকছে আমায়!
অসহায়…
আজ আমি ভীষণ অসহায়
ঝরে পড়া মৃত পাতার মতো অসহায়!
৪ thoughts on “মৃত আত্মার প্রলাপ”
মন্তব্য করুন
মন্তব্য করার জন্য আপনাকে অবশ্যই লগইন করতে হবে।
খুবই সুন্দর…
অনেক ধন্যবাদ কবি।
বর্তমান সময়ে আমার মনের অবস্থা এই রকম প্রিয় জয়। আসলেই খুব খুব অসহায়।
সামনের অবস্থা ভাবলে কিছুই ভালো লাগে না।
জীবনে মাঝেমধ্যে এমন সময় আসে ভাই।