লক্ডাউন আর শাটডাউনে
জীবন ঝালাপালা!
গিন্নি ভোগেন মাজার ব্যথায়
ছুটিতে সব খালা।
ব্যবসাপাতি উঠছে লাটে
চাকরি যাচ্ছে ছুটে,
চলছে বেড়ে পেটের ক্ষিদে
কমছে না তা মোটে!
কর্তারা সব রসুইঘরে
ভাজেন দু’টো ডিম!
গিন্নি রাঁধেন লাউয়ের ডাঁটা
সাথে কতক শিম।
কাচ্চা বাচ্চা মোবাইল ফোনে,
নেইতো পড়াশোনা,
আর কতকাল চলবে এমন
মিছেই স্বপ্ন বোনা!
বর্তমান বাস্তব চিত্র খুব সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। শুভকামনা রইলো প্রিয় কবি।
কৃতজ্ঞতা জানবেন কবি।
্সকল সমাধেনের মালিক আল্লাহ
সকল চাওয়া মহান দরবার সেই আল্লাহ
হে রহমানুর রাহিম করুন মুক্তি ।
বেশ ছন্দময় কবি আপু অনেক শুভেচ্ছা রইল
প্রযুক্তির যথার্থ ব্যবহার হলে এর থেকে মুক্তি পাব আমরা।