ফাঁদ পেতে মাছ ধরে
বেগা, ডুবা, দারকি
চান্দি ,চাঁই, পলো, চারো
ভেবে দেখ আর কী?
ঠেলাজাল ঝাঁকিজাল
জাল আছে কত না
বেড়জাল বড়জাল
কেউ তার মতো না।
স্রোতে পেতে ফাঁসজাল
মাছধরে জেলেরা
খড়াজাল টেনে তোলে
গেরামের ছেলেরা।
ঘাই মেরে মাছ মারে
কাঁটা কোঁচ বর্শায়
আরও ধরে বরশিতে
দলে দলে বর্ষায়।
গামছায় জল ছেঁকে
মাছ ধরে খোকারা
বিষ দিয়ে মারে মাছ
বলো শুনি ও কারা?
বাঁধ বেঁধে ছাঁকে জল
মাছ আর বাঁচে না
কাজ করে ক্ষতিকর
কত লোক আছে না?
১১ thoughts on “মাছ ধরা”
মন্তব্য করুন
মন্তব্য করার জন্য আপনাকে অবশ্যই লগইন করতে হবে।
অসাধারণ লিখনশৈলী!
অনেক অনেক ধন্যবাদ।
ওরে বাবা এত জাল! জানতাম না তো!
স্বীকার করতেই হয় অসাধারণ লেখেন আপনি।
শাহিদুল ভাই, শুভেচ্ছা সতত।
ধন্যবাদ কাবুল ভাই।
আপনি মাছ ধরার বাস্তব জ্ঞানওয়ালা। ছড়া খুব ভাল লাগলো।সত্যি ভাল লেখা।
অশেষ ধন্যবাদ।
বিশাল ব্যাপার কবি! এত যে জাল আছে ছড়া না পড়লে তো জানাই হতো না!
অসাধারন লিখেছেন কবি!
অশেষ ধন্যবাদ।
হক দা ঠিক আগের মতো ছড়ার ধার দেখছি অনেক শুভেচ্ছা রইল
অশেষ ধন্যবাদ।
বাহ! বহুকাল পরে জলছবির জালে আজ মাছ পড়েছে। প্রিয় ভাইজান, স্বাগত জানাই পুনরায়।