মাছ দেখেছি শাড়ির পাড়ে
কানের দুলেও দোলে
গলার হারেও মাছের ছবি
দেখলে সবাই ভোলে।
বাঙালিদের মৎস্যপ্রীতি
নেই তুলনা তার
শাক দিয়ে মাছ ঢাকে তবু
গন্ধে একাকার।
আলপনাতেও মাছ রয়েছে
কিংবা চোখের কোণে
মাছের মুড়ো পেলেই বুড়ো
হয় যে খুশি মনে।
বুড়ির পাতে লেজের সাথে
একটু থাকে ঝোল
তবু যে তার সুখের ঘরে
নেই তো গন্ডগোল।
এ সম্পর্কিত আরো কিছু...
বৃষ্টিরে তুই
সেপ্টেম্বর ২২, ২০২১কাগজের নৌকা
আগস্ট ১৩, ২০২১রবীন্দ্রনাথ
আগস্ট ১, ২০২১জাহান্নাম
জুলাই ২৭, ২০২১হুতুমপেঁচা
জুলাই ২৩, ২০২১মজার ছেলেবেলা
জুলাই ৪, ২০২১
কবি খোন্দকার শাহিদুল হক
৯ thoughts on “মাছের মুড়ো”
মন্তব্য করুন জবাব বাতিল
মন্তব্য করার জন্য আপনাকে অবশ্যই লগইন করতে হবে।
বাঙালিদের মৎস্যপ্রীতি
নেই তুলনা তার
শাক দিয়ে মাছ ঢাকে তবু
গন্ধে একাকার।— কী মজা! কী মজা!!
কতদিন পর আপনার ছড়া পড়লাম।
কিন্তু আপনি ছবি যোগ করতে পারেননি।
আলপনাতেও মাছ রয়েছে
কিংবা চোখের কোণে
মাছের মুড়ো পেলেই বুড়ো
হয় যে খুশি মনে। — দারুণ!!
রসবোধ নিয়ে লেখা একটি চমৎকার ছড়া! যেকোনো লেখায় নামকরণ একটি উল্লেখযোগ্য বিযয় এবং সেই নামকরণের সার্থকতায় লেখাটি পায় তার পুর্ণাঙ্গ রূপ।সেই দৃষ্টিকোণ থেকে ছড়াটি একটি অসাধারণ হয়েছে! কবির জন্য অবারিত শুভকামনা।
ঠিক বলেছ। শাহিদুল ভাইর রসবোধ অসীম। তার সাথে আমার পথচলা ২০১১ সাল থেকে। জলছবি বাতায়নকে ও প্রকাশনকে এগিয়ে নেয়ার জন্য তার অপরিসীম সাহায্য ভোলার নয়। জলছবি প্রকাশন থেকে তার ৪টি বই প্রকাশিত হয়েছে।
শুভ কামনা প্রিয় ডাক্তার ভাই।
ভালো লাগলো পরিচিত হয়ে।
বুড়ির পাতে লেজের সাথে
একটু থাকে ঝোল
তবু যে তার সুখের ঘরে
নেই তো গন্ডগোল।
-পুরুষ নিয়ন্ত্রিত সমাজ।
সুন্দর কবিতা।
অভিনন্দন কবি!
ভিন্নধর্মী প্রকাশ। অভিনন্দন ভাইজান।
দারুণ…