কেউ মেঘ হতে চায় বৃষ্টি
কেউ আকাশ নীলে তারা
দক্ষিণা হিমেল হাওয়া বাতাস
হৈমবতী এমন কি বনলতাসেন
অথচ আমার কোন সংজ্ঞা নেই
যেটুকু গন্ধ আছে মাটিময় মাটি
কেউ প্রজাপতি ডানায় উড়তে চায়
ময়ূরী পেখম তুলা বাহারি রঙ
টুনটুনি বাসার মত লেবুগাছে বাসা
অথচ আমার গুণতে হয় অমাবস্যার রাত!
তবু মনপুড়া মন নিস্তব্ধ আধার
কে জানে এমনটি ক্ষণ শুধুই মনপুড়া মন।
১২আষাঢ় ১৪২৮, ২৬ জুন ২১
————————–
প্রকৃতি তুলে এনেছ কবিতায়। এটা বাউল ভাবনারই প্রকাশ।
শুভেচ্ছা।
জি অশেষ ধন্যবাদ জানাই
সব অবষাদ ও অন্ধকার দূর হয়ে আসুক আনন্দময় সুপ্রভাত। প্রকৃতির মাঝে নিজেকে খুজে নিতে পারলে কিছুই অভাব থাকে না কবি।
জি প্রিয় মজিবর দা কাব্যপাঠ করে সাধারণ মন্তব্য করার জন্য অশেষ ধন্যবাদ জানাই ভাল ও সুস্থ থাকবেন——
অসাধারণবএকটি কবিতা!
জি প্রিয় আঞ্জুমান আপু
কাব্যপাঠে সাধারণ মন্তব্য করার জন্য
অশেষ ধন্যবাদ জানাই
ভাল ও সুস্থ থাকবেন
শিরোনামের পুড়া শব্দের মানে কি কবি?
দ্বিধায় আছি!
পোড়া–ভস্ম
মনপুরা– একটা দ্বীপের নাম