হঠাৎ সেদিন চা দোকানে
লারেলাপ্পা গানে
মদন খুড়া নিজের মত
নাচল মনে প্রাণে,
কেউ বলল পাগল একটা
কেউ বলল হ্যাটা
কেউ বা হেসে দিচ্ছিল তাল
যেমন সাদামাটা।
কেউ বা শুধুই কাটছিল টোন
বুড়োর ভীমরতি
নাচের জন্য মদন খুড়া
করে নি কারো ক্ষতি।
ক’দিন পরে সেই নাচ
দেখছি টিক টকে
মদন খুড়া সুপার হিট
হাজারো লাইকে।
ক’দিন পরে সেই নাচ
দেখছি টিক টকে
মদন খুড়া সুপার হিট
হাজারো লাইকে।— বাহ! চমৎকার।
ধন্যবাদ
ভালো থাকবেন
সাবধানে থাকবেন
এই করোনার সময় মদন খুড়া হারিয়ে যাচ্ছে।
ভাল লাগলো।
অনেক ধন্যবাদ
ভালো থাকবেন
সাবধানে থাকবেন
টিকটিক নিয়ে দারুণ প্রকাশ দাদা।
চমৎকার ছড়া কবিতা! ভীষণ মজা পেলাম পাঠে!
খুব সুন্দর কবি দা অনেক শুভেচ্ছা রইল