ভালবাসা দৃশ্য হীন ছায়া
ধরা যায় না ছোঁয়া যায় না
এক প্রকার নীরব ঘাতক আয়না
ভেঙ্গে গেলোও অক্ষেপ বায়না
ভালবাসে সেই শুধু জানে
মায়ার অতলে জল ঝরা ঝর্ণা
সুখের কায়াতে দীর্ঘশ্বাস-
চোখের ভাষাতে বর্ণরঙ লাশ
তবুও ভালবাসা কথা কয়-
এবেলা সারাবেলা মনময় আশ।
১৮ শ্রাবণ ১৪২৮, ০২ আগস্ট ২১
কবিতাটি আরেকটু বড় হলে পরিপূর্ণ হতো বাউল দা। চাহিদা থেকেই গেল।
ভালবাসার চাহিদা থাকেই জয় দা অনেক শুভেচ্ছা রইল
ভালোবাসা ময় জীবন চাই কবি। সেখানে থাকবে প্রেমের রসে টইটুম্বুর।
জ্বি প্রিয় কবি মজিবর দা
সুন্দর মন্তব্য করার জন্য অশেষ ধন্যবাদ জানাই
ভাল ও সুস্থ থাকবেন——-